Advertisement
১১ মে ২০২৪
Sourav Ganguly stuck in lift

লিফট বিভ্রাটে অল্পের জন্য রক্ষা পেলেন সৌরভ

২৯ বছরের পুরনো লিফট। ইডেন গার্ডেন্সে ভারত-নিউজিল্যান্ড টেস্টের ঠিক আগের বিকেলেই সেই লিফটে আটকে গেলেন স্বয়ং সিএবি সভাপতি। যদিও সঙ্গে সঙ্গেই তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়।

ইডেনে পিচ দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: পিটিআই।

ইডেনে পিচ দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৩
Share: Save:

২৯ বছরের পুরনো লিফট। ইডেন গার্ডেন্সে ভারত-নিউজিল্যান্ড টেস্টের ঠিক আগের বিকেলেই সেই লিফটে আটকে গেলেন স্বয়ং সিএবি সভাপতি। যদিও সঙ্গে সঙ্গেই তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়।

মাঠ থেকে দোতলায় তাঁর অফিসে যাচ্ছিলেন সৌরভ। গ্রিলের দরজা দেওয়া সেই পুরনো লিফটে ওঠার পর দুটো তলার মাঝখানে হঠাৎই আটকে যায় সেই লিফট। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সেই গ্রিলের গেট ওই অবস্থাতেই খোলা হয়। লিফটের পাওয়ার বন্ধ করে দেওয়া হয়। এর পর লিফটের ভিতরে একটি টুল ঢুকিয়ে সেটায় উঠে বাইরে আসেন সৌরভ। এই ঘটনাটি ঘটে ঠিক বিকেল পাঁচটায়। নিরাপত্তারক্ষীদের পক্ষ থেকে বলা হয়, ‘‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা পাওয়ার অফ করে গ্রিলের লক খুলে ফেলি।’’

এই লিফট তৈরি হয়েছিল ১৯৮৭ সালে বিশ্বকাপ ফাইনালের আগে। তার পর থেকে এই লিফটের আর কোনও পরিচর্যা হয়নি। বিসি রায় ক্লাব হাউসের এই একটাই লিফট। সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই লিফট বদলে নতুন লিফট বসানোর কথা রয়েছে। কিন্তু সেটা হতে বেশ কিছুটা সময় লাগবে।’’ যা অবস্থা তাতে সিএবি সভাপতির উপর দিয়েই গেল পুরো বিষয়টি। ম্যাচের দিন হলে লজ্জায় পড়তে হত সিএবিকে।

আরও খবর

কাল ইডেন টেস্ট শুরু, নেটে দেখা গেল না গম্ভীরকে

দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা আনন্দ উৎসবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly Eden Gardens India New Zealand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE