Advertisement
২৭ এপ্রিল ২০২৪

হ্যাকেটকে নিয়ে জল্পনা বাড়ছে

অস্ট্রেলিয়ার বাড়ি থেকে এখনও ভারতে ফেরেননি তিনি। সোমবার সকালে ইস্টবেঙ্গল মাঠে দল নিয়ে অনুশীলনে নামার কথা লাল-হলুদ শিবিরের সেই ব্রিটিশ কোচ ট্রেভর জেমস মর্গ্যানের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০৩:৩৯
Share: Save:

অস্ট্রেলিয়ার বাড়ি থেকে এখনও ভারতে ফেরেননি তিনি। সোমবার সকালে ইস্টবেঙ্গল মাঠে দল নিয়ে অনুশীলনে নামার কথা লাল-হলুদ শিবিরের সেই ব্রিটিশ কোচ ট্রেভর জেমস মর্গ্যানের।

কিন্তু তার আগে কর্তাদের ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকালেই ইস্টবেঙ্গল অনুশীলনে নেমে পড়লেন ওয়েডসন-মেহতাবরা। মর্গ্যানের অনুপস্থিতিতে এ দিন হাজির লাল-হলুদের জনা ষোলো ফুটবলারকে অনুশীলন করালেন ইস্টবেঙ্গল অ্যাকাডেমির কোচ রঞ্জন চৌধুরী এবং গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডল। দশ দিন বিশ্রামের পর এ দিনই প্রথম অনুশীলন করলেন ডিকা, অবিনাশরা।

মর্গ্যানের অনুপস্থিতিতে রঞ্জনের সঙ্গে যাঁর অনুশীলন করানোর কথা ছিল লাল-হলুদ শিবিরের সেই সহকারী কোচ ওয়ারেন হ্যাকেটকে এ দিন দেখা যায়নি অনুশীলনে। ক্লাব সূত্রে খবর, পরিবার নিয়ে তিনি গোয়ায় ছুটি কাটাতে ব্যস্ত। বৃহস্পতিবারই শৃঙ্খলাভঙ্গের অপরাধে ফেডারেশন হ্যাকেটকে আই লিগে চার ম্যাচের জন্য সাসপেন্ড করেছে। যার অর্থ—ইস্টবেঙ্গলের হয়ে বাকি আই লিগে আর নেই হ্যাকেট। ম্যাচ চলাকালীন রিজার্ভ বেঞ্চে তিনি বসতে পারবেন না। তবে মেহতাবদের অনুশীলন করাতে কোনও সমস্যা নেই।

সহকারী কোচকে সকালে না দেখে তাই প্রশ্ন উঠতে শুরু করে, গোয়া থেকে অনুশীলন শুরুর দিনে তিনি ফিরতে পারলেন না কেন! যার সাফাই দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক লাল-হলুদের এক কর্তা বলছেন, ‘‘হ্যাকেট জানতেন আগামী সোমবার থেকে অনুশীলন শুরু হবে। তাই আগে থেকে টিকিট কাটা ছিল ওর। পরিবর্তিত পরিস্থিতিতে যে শুক্রবার থেকেই অনুশীলন শুরু হয়ে যাবে তা জানা ছিল না ওঁর।’’

এমনিতেই মর্গ্যানের এই সহকারীকে নিয়ে ইস্টবেঙ্গল শিবিরে অসন্তোষের চোরা স্রোত বইছে মাসখানেক ধরেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Speculation Warren Hackett
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE