Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ইপিএলে আজ ওয়েঙ্গার বনাম মোরিনহো

গত কয়েক বছর ইংলিশ প্রিমিয়ার লিগের ভাগ্য দুই ম্যাঞ্চেস্টারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ বার সেটা পাল্টে ইপিএলের এক বনাম দুইয়ের লড়াইয়ে শেষ কথা লন্ডন! রবিবার প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণের লড়াইয়ে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল মুখোমুখি হবে হোসে মোরিনহোর চেলসির। ৩২ ম্যাচ খেলে দুই দলের মধ্যে দশ পয়েন্টের পার্থক্য। ৭৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে চেলসি। রবিবার বিপক্ষের মাঠে জিততে পারলে তার পরে আর মাত্র তিন পয়েন্ট লাগবে চেলসির, তাদের ইতিহাসে চতুর্থ বার প্রিমিয়ার লিগ জিততে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৫ ০২:৫৯
Share: Save:

গত কয়েক বছর ইংলিশ প্রিমিয়ার লিগের ভাগ্য দুই ম্যাঞ্চেস্টারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ বার সেটা পাল্টে ইপিএলের এক বনাম দুইয়ের লড়াইয়ে শেষ কথা লন্ডন!

রবিবার প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণের লড়াইয়ে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল মুখোমুখি হবে হোসে মোরিনহোর চেলসির। ৩২ ম্যাচ খেলে দুই দলের মধ্যে দশ পয়েন্টের পার্থক্য। ৭৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে চেলসি। রবিবার বিপক্ষের মাঠে জিততে পারলে তার পরে আর মাত্র তিন পয়েন্ট লাগবে চেলসির, তাদের ইতিহাসে চতুর্থ বার প্রিমিয়ার লিগ জিততে। অন্য দিকে, পাশাপাশি সাঞ্চেজ-ওজিলরা জিততে পারলে আর্সেনাল খেতাবের দৌড়ে টিকে থাকবে।

মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দুই শিবিরই চোটের সমস্যায় ভুগছে। চেলসির দুই ভরসা জোগানো স্ট্রাইকার দিয়েগো কোস্তা আর লয়া রেমি অনিশ্চিত। আর্সেনাল আবার পাবে না পের মার্টেস্যাকার, অ্যালেক্স চেম্বারলেন আর মিকেল আর্টেটা। নিজেদের ব্যক্তিগত যুদ্ধে ১২ ম্যাচে ওয়েঙ্গার কোনও দিন হারাতে পারেননি মোরিনহোকে। ১৩ নম্বর কি দুর্ভাগ্য ডেকে আনতে পারে ‘দ্য স্পেশ্যাল ওয়ানের’ জন্য—সেটাই দেখার।

জিতল বার্সেলোনা: জয়ের ধারা বজায় রাখল বার্সেলোনা। শনিবার কাতালান ডার্বিতে এস্প্যানিয়লকে ২-০ হারিয়ে লা লিগার শীর্ষেই থাকল বার্সা। প্রথমার্ধের সতেরো মিনিটে নেইমারের করা দুর্দান্ত গোলে ১-০ এগোয় লুই এনরিকের দল। যার কিছুক্ষণ পরেই মেসি ২-০ করেন। বিরতির পরে বার্সা ডিফেন্ডার ইয়র্দি আলবা লাল কার্ড দেখলেও, ম্যাচের ফল পাল্টায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE