Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টি-টোয়েন্টির ফাইনাল কাল

সদর মহকুমা ক্রীড়া সংস্থার টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠল ভিএসপি ও পি কে স্যানাল মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার। কাল রবিবার অরবিন্দ স্টেডিয়ামে ফাইনাল খেলবে তারা।

মেদিনীপুরে টি-টোয়েন্টির মহারণ। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

মেদিনীপুরে টি-টোয়েন্টির মহারণ। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫৮
Share: Save:

সদর মহকুমা ক্রীড়া সংস্থার টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠল ভিএসপি ও পি কে স্যানাল মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার। কাল রবিবার অরবিন্দ স্টেডিয়ামে ফাইনাল খেলবে তারা।

শুক্রবার অরবিন্দ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার দু’টি সেমি ফাইনাল হয়ে গেল। প্রথম খেলায় মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি হেরে যায় ভিএসপি-র কাছে। অন্য খেলায় পি কে স্যানাল মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার হারিয়ে দেয় মেদিনীপুর স্পোর্টিং ক্লাবকে। গত ১৪ ফেব্রুয়ারি মহকুমা স্তরের ৯টি দলকে দু’টি বিভাগে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। লিগ পর্যায়ে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে চারটি দল নকআউট পর্যায়ে খেলার সুযোগ পায়।

এ দিন প্রথম খেলায় মুখোমুখি হয় মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি এবং ভিএসপি। টস হেরে ব্যাট করতে নেমে মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি ২০ ওভার খেলে ৫ উইকেটে ১৪৬ রান তোলে। সৌম্যদেব অধিকারী ৪১ বলে ৬০ রান করে। ১৫.১ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান তুলে নেয় ভিএসপি। ম্যান অফ দ্য ম্যাচ অভিষেক মুখোপাধ্যায়। প্রথমে বল হাতে অভিষেক ৪ ওভারে ১৪ রানে তিনটি উইকেট নেয়। পরে ১৭ বলে ২৬ রান করে অভিষেক।

বিকেলে দ্বিতীয় সেমি ফাইনালে পি কে সান্যাল মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার ও মেদিনীপুর স্পোর্টিং ক্লাবের খেলা হয়। টসে জিতে পি কে স্যানাল মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে কুড়ি ওভারে ১৬০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মেদিনীপুর স্পোর্টিং ক্লাব ১৬.৪ ওভারে ১০৩ রানে অল আউট হয়। ব্যাট হাতে ১৮ বলে ২৫ রান ও বল হাতে ৩ ওভারে তিনটি উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ জয়ী দলের মীর আকবর আলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Twenty20 cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE