Advertisement
১০ মে ২০২৪

নামিবিয়াকে উড়িয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

যুব বিশ্বকাপে ভারতের জয়ের দৌঁড় চলছেই। কোয়ার্টার ফাইনালে নামিবিয়াকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। রিষভ পন্থের ১১১ রানের বিশাল ইনিংসই ভিত তৈরি করে দিয়েছিল। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন সরফরাজ খান (৭৬), আরমান জাফর (৬৪) ও আনমোলপ্রীত সিংহ (৪১) ও মাহিপাল লোমরোর (৪১*)। যার ফলে প্রতিপক্ষের সামনে ৩৫০ রানের লক্ষ রেখেছিল টিম ইন্ডিয়া।

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৪
Share: Save:

যুব বিশ্বকাপে ভারতের জয়ের দৌঁড় চলছেই। কোয়ার্টার ফাইনালে নামিবিয়াকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। রিষভ পন্থের ১১১ রানের বিশাল ইনিংসই ভিত তৈরি করে দিয়েছিল। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন সরফরাজ খান (৭৬), আরমান জাফর (৬৪) ও আনমোলপ্রীত সিংহ (৪১) ও মাহিপাল লোমরোর (৪১*)। যার ফলে প্রতিপক্ষের সামনে ৩৫০ রানের লক্ষ রেখেছিল টিম ইন্ডিয়া। এই লক্ষে নেমে ক্রিজে টিকে থাকার লড়াইটা সহজ ছিল না নামিবিয়ার পক্ষে। হয়ওনি। প্রায় ১২ ওভার বাকি থাকতে ১৯৭ রানে জিতে সেমিফাইনালে চলে গেল ভারত।

• ৩টি করে উইকেট নিলেন মায়াঙ্ক দাগার ও আনমোলপ্রীত সিংহ। ওয়াশিংটন সুন্দর নিলেন জোড়া উইকেট। একটি করে উইকেট খলিল আহমেদ ও রাহুল বথামের।

• ৩৯ ওভারে ১৫২ রানে শেষ হয়ে গেল নামিবিয়া।

• ৩৮.৩ ওভারে নামিবিয়া ১৫২/৯।

• নবম উইকেট নামিবিয়ার। ৩৭ ওভারে নামিবিয়া ১৪৮/৯।

• ৩৩.৩ ওভারে নামিবিয়া ১৪২/৮।

• অষ্টম উইকেট নামিবিয়ার। আনমোলপ্রীতের বলে তাঁকেই ক্যাচ দিয়ে ফিরলেন ভ্যান লিঙ্গেন।

• ২৭.৩ ওভারে নামিবিয়া ১১৮/৭।

• সপ্তম উইকেট নামিবিয়ার।

• ২৫.৩ ওভারে নামিবিয়া ১০৬/৬।

• ষষ্ঠ উইকেট নামিবিয়ার।

• ২২।৪ ওভারে নামিবিয়া ৯৭/৫।

• পঞ্চম উইকেট নামিবিয়ার।

• ২০ ওভারে নামিবিয়া ৮৯/৩।

• দাগারের বলে আবেশ খানকে ক্যাচ দিয়ে ফিরলেন লোরেনস।

• নামিবিয়ার তৃতীয় উইকেট।

• ১৭ ওভারের শেষে ৮৩/২

• নামিবিয়ার দ্বিতীয় উইকেটের পতন। ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হলেন লফ্টি এটেন।

• ১৩ ওভারে নামিবিয়া ৭১/১

• নামিবিয়ার প্রথম উইকেটের পতন। বাথামের বলে বোল্ড হলেন নিকো ডেভিন।

• ৫০ রান নামিবিয়ার।

• ইটন ১৭ ও ডেভিন ২১ রানে ব্যাট করছেন।

• ৮ ওভারে ভারতের ৪১/০।

• ৪ ওভারে ভারত ১৭/০।

• ৩ ওভারের শেষে নামিবিয়া ৯/০।

• প্রথম ওভারে কোনও রান দিলেন না ভারতীয় বোলাররা।

• নামিবিয়ার ব্যাটিং শুরু।

যুব বিশ্বকাপে নামিবিয়ার সামনে রানের পাহাড় তৈরি করল ভারতীয় ব্যাটসম্যানরা। নামিবিয়ার সামনে ৩৫০ রানের লক্ষ্য। অধি্নায়ক ইশান কিষান শুরুতে আউট হয়ে যাওয়ার পর দলের বাকি ব্যাটসম্যানরা হাল ধরেন। ঋষভ পান্থের দুরন্ত শতরানের পাশাপাশি ৭৬ ও ৬৪ রান করলেন সরফরাজ খান ও আরমান জাফর। ৪১ রান করলেন আনমোলপ্রীত সিংহ। ৪১ রান করে অপরাজিত থাকলেন মহিপাল লোমোর। ফ্রিজ কোয়েৎজে নিলেন তিনটি উইকেট।

• নির্ধারিত ওভারের শেষে ভারত ৩৪৯/৬।

• ৪৯ রানে ভারত ৩২২/৬।

• ষষ্ঠ উইকেট ভারতের। ব্যাট করতে নেমেই ১ রান করে আউট হয়ে গেলেন ওয়াশিংটন সুন্দর।

• পঞ্চম উইকেট ভারতের। ৭৬ বলে ৭৬ রান করে প্যাভেলিয়নে ফিরলে আরমান খান।

• হাফ সেঞ্চুরি করলেন আরমান জাফর।

• ৪৭ ওভারে ভারত ৩১৬/৪।

• ৩০০ রান ভারতের।

• ৪৫ ওভারে ভারত ২৮৩/৪।

• ৪৩ বলে ৪৩ রান করে ব্যাট করছেন আরমান জাফর। ব্যাট করতে ক্রিজে এলেন মহিপাল লোমরোর।

• চতুর্থ উইকেট ভারতের। ৭৬ বলে ৭৬ রান করে প্যাভেলিয়নে ফি্রলেন সরফরাজ খান।

• ৪২ ওভারের শেষে ভারত ২৬৯/৩।

• ৬৬ বলে ৬২ করে ক্রিজে রয়েছেন সরফরাজ। সঙ্গে ৩৪ রান করে রয়েছেন আরমান জাফর।

• হাফ সেঞ্চুরি সরফরাজ খানের।

• ৩৯.৪ ওভারে ভারত ২৩৯/৩।

• ৪৭ বলে ৪৪ রান করে ক্রিজে রয়েছেন সরফরাজ খান। ১৯ রান করে সঙ্গে রয়েছেন আরমান জাফর।

• ৩৬ ওভারে ভারত ২২৫/৩।

• ৩২.২ ওভারে ভারত ২০৬/৩।

• ২০০ রান ভারতের।

• ৩০ ওভারে ভারত ১৮৯/৩।

• ২৯.৩ ওভারে ভারত ১৮৭/৩।

• ৯৬ বলে ১১১ রান করে প্যাভেলিয়নে ফিরলেন ঋশভ পান্থ। ১৪টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল ঝশভের ইনিংস।

• তৃতীয় উইকেট ভারতের।

• ১০৭ রানে ঋশভ পান্থ ও ২২ রানে সরফরাজ খান ব্যাট করছেন।

• ২৮ ওভারের শেষে ভারত ১৭৯/২।

• ২৬ ওভারের শেষে ভারত ১৭১/২।

• সেঞ্চুরি ঋশভ পান্থের। ৮২ বলে ১০০ করলেন ভারতের বিস্ময় বালক।

• ২৫ ওভারের শেষে ভারত ১৬১/২।

• ৭২ বলে ৮৬ রান করে ক্রিজে রয়েছে ঋশভ পান্থ। ১১ বলে ১১ রান করে রয়েছেন সরফরাজ খান।

• ২২ ওভারের শেষে ভারত ১৫০/২।

• ১৫০ রান ভারতের।

• ৭৪ রান করে ক্রিজে রয়েছেন ঋশভ পান্থ। ৪ রানে রয়েছেন সরফরাজ খান।

• ১৯ ওভারে ভারত ১২৮/২।

• ৪১ রান করে প্যাবেলিয়নে ফিরলেন আনমোলপ্রীত সিংহ।

• ১০০ রান ভারতের।

• হাফ সেঞ্চুরি করলেন ঋশভ পান্থ।

• ১৫.২ ওভারে ভারত ৯৪/১।

• ১২ ওভারের শেষে ভারত ৭৪/১।

• ওপেনার ঋশভ পান্থ ৩৯ বলে ৪৫ রান করে ক্রিজে রয়েছেন। আনমোলপ্রীতের রান ১৫।

• ১০.৩ ওভারে ভারত ৬২/১।

আরও খবর

নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনাল লক্ষ্য ভারতের

• ভারতের স্কোর ৬ ওভারে ১ উইকেটে ৩৯।

• আনমোলপ্রীত সিংহ ৪ রানে, ঋষভ পান্ত ২১রানে অপরাজিত।

• কোয়েটজির বলে ৬ রানে আউট হয়ে গেছেন অধিনায়ক ইশান কিষান।

• টসে জিতে ব্যাট করতে নেমেছে ভারত।

আজ কোয়ার্টার ফাইনালের গ্রুপ পর্বের জয়ের ধারা ধরে রাখতে বিশেষ কোনও পরীক্ষা-নিরিক্ষায় যায়নি ভারত। গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও নেপালকে হারানোর পরও কোয়ার্টার ফাইনালে নামিবিয়ার মতো অনামী দলকে সহজভাবে নেয়নি টিম ইন্ডিয়া। নামিবিয়ার আত্মবিশ্বাস অবশ্য দ্বিগুন হয়ে গিয়েছে প্রাক্তন চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। নামিবিয়ার সামনে অবশ্য কিছু হারানোর নেই। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই প্রায় বিশ্ব জয় করে নিয়েছে তারা। কিন্তু ভারতকে ঘিরে প্রত্যাশার পাহাড় তৈরি হয়েছে। তার উপর গ্রুপপর্বের এই সাফল্যও যেন চাহিদাটা উর্ধ্বমুখি করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

under 19world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE