Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Real Madrid

রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা একাদশে ঠাঁই পেলেন কারা

দিন দু’য়েক আগে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। মেসিকে টপকে চতুর্থ বার ব্যালন ডি’অরও জিতেছেন। তাঁকে ছাড়া রিয়াল মাদ্রিদ আক্রমণ ভাবাই যায় না। কিন্তু তিনি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই কি রিয়ালের সর্বকালের সেরা তারকা? ক্যাসিয়াস থেকে রাউল, জিদান থেকে দি’স্তেফানো, পুসকাস থেকে রবার্তো কার্লোস— রিয়ালের জার্সিতে দেখা গিয়েছে বহু বিখ্যাত তারকাকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ১২:৫১
Share: Save:
০১ ১২
ইকের ক্যাসিয়াস: এই প্রজন্মের সেরা গোলরক্ষকদের অন্যতম স্পেনীয় ক্যাসিয়াস তাঁর দীর্ঘ ১৬ বছরের রিয়াল কেরিয়ারে জিতেছেন ৫টি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফর্মের শিখরে থাকা ক্যাসিয়াসকে টপকে গোল করাটাই ছিল চ্যালেঞ্জ।

ইকের ক্যাসিয়াস: এই প্রজন্মের সেরা গোলরক্ষকদের অন্যতম স্পেনীয় ক্যাসিয়াস তাঁর দীর্ঘ ১৬ বছরের রিয়াল কেরিয়ারে জিতেছেন ৫টি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফর্মের শিখরে থাকা ক্যাসিয়াসকে টপকে গোল করাটাই ছিল চ্যালেঞ্জ।

০২ ১২
মিগুয়েল নোগুয়েরা: ফুটবলবিশ্বে তিনি চেন্দো বলেই খ্যাত। ধ্বংসাত্মক সুইপার না হলেও তাঁর খ্যাতি ছিল মার্কিংয়ে। নাপোলির বিরুদ্ধে ফর্মে থাকা মারাদোনাকে এমন কড়া মার্কিং করেছিলেন যে, তিনি ম্যাচে নড়তেই পারেননি।

মিগুয়েল নোগুয়েরা: ফুটবলবিশ্বে তিনি চেন্দো বলেই খ্যাত। ধ্বংসাত্মক সুইপার না হলেও তাঁর খ্যাতি ছিল মার্কিংয়ে। নাপোলির বিরুদ্ধে ফর্মে থাকা মারাদোনাকে এমন কড়া মার্কিং করেছিলেন যে, তিনি ম্যাচে নড়তেই পারেননি।

০৩ ১২
হোসে সান্তামারিয়া: উরুগুয়ের এই ডিফেন্ডারকে ফুটবলের ‘দ্য ওয়াল’ বলা হত। নাছোড় মনোভাবের এই ফুল ব্যাক ছিলেন পাঁচের দশকের সেরা ডিফেন্ডার।

হোসে সান্তামারিয়া: উরুগুয়ের এই ডিফেন্ডারকে ফুটবলের ‘দ্য ওয়াল’ বলা হত। নাছোড় মনোভাবের এই ফুল ব্যাক ছিলেন পাঁচের দশকের সেরা ডিফেন্ডার।

০৪ ১২
ফার্নান্দো হিয়েরো: নয়ের দশকের এই স্পেনীয়, ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার হাফ— দুই পজিশনেই ছিলেন সমান পারদর্শী। ডেড বল সিচুয়েশনে সেই সময়ে তিনি ছিলেন অন্যতম সেরা। ফ্রি কিক এবং হেড থেকে শ’খানেক গোল করেছেন তিনি।

ফার্নান্দো হিয়েরো: নয়ের দশকের এই স্পেনীয়, ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার হাফ— দুই পজিশনেই ছিলেন সমান পারদর্শী। ডেড বল সিচুয়েশনে সেই সময়ে তিনি ছিলেন অন্যতম সেরা। ফ্রি কিক এবং হেড থেকে শ’খানেক গোল করেছেন তিনি।

০৫ ১২
রবার্তো কার্লোস: নিঃসন্দেহে সর্বকালের সেরা অ্যাটাকিং ডিফেন্ডার এই ব্রাজিলীয়। এখনও পর্যন্ত তিনিই মাদ্রিদে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি। ১১ মরসুমে ৪টি লা লিগা এবং ৩টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কার্লোস।

রবার্তো কার্লোস: নিঃসন্দেহে সর্বকালের সেরা অ্যাটাকিং ডিফেন্ডার এই ব্রাজিলীয়। এখনও পর্যন্ত তিনিই মাদ্রিদে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি। ১১ মরসুমে ৪টি লা লিগা এবং ৩টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কার্লোস।

০৬ ১২
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: রিয়ালের বর্তমান গোলমেশিনকে ইতিমধ্যেই ক্লাবের সর্বকালের সেরা বলতে শুরু করেছেন অনেকেই। দলের হয়ে ৩৬৮ ম্যাচে ৩৮১ গোল করা রোনাল্ডো যে কত রেকর্ড করে কেরিয়ার শেষ করবেন, তা ভাবাই বাতুলতা।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: রিয়ালের বর্তমান গোলমেশিনকে ইতিমধ্যেই ক্লাবের সর্বকালের সেরা বলতে শুরু করেছেন অনেকেই। দলের হয়ে ৩৬৮ ম্যাচে ৩৮১ গোল করা রোনাল্ডো যে কত রেকর্ড করে কেরিয়ার শেষ করবেন, তা ভাবাই বাতুলতা।

০৭ ১২
জিনেদিন জিদান: বিশ্বের সর্বকালের সেরা ১০ মিডফিল্ডারের তালিকায় অনায়াসেই ঢুকে যাবেন এই ফরাসি। ড্রিবল এবং প্লে মেকিংয়ে তাঁর ক্ষমতা ছিল অসাধারণ। বর্তমানে রিয়ালের কোচও তিনিই।

জিনেদিন জিদান: বিশ্বের সর্বকালের সেরা ১০ মিডফিল্ডারের তালিকায় অনায়াসেই ঢুকে যাবেন এই ফরাসি। ড্রিবল এবং প্লে মেকিংয়ে তাঁর ক্ষমতা ছিল অসাধারণ। বর্তমানে রিয়ালের কোচও তিনিই।

০৮ ১২
ফেরেঙ্ক পুসকাস: ত্রিশোর্ধ্ব পুসকাস যখন রিয়ালে সই করেন, তখন তিনি ছিলেন আনফিট। ওজনও ছিল খানিকটা বেশি। সেই অবস্থায় মাদ্রিদে আট বছর খেলে ২৪২ গোল করেন বাঁ পায়ের এই জাদুকর। আর এই আট বছরে পাঁচ বার সা সিগা জিতেছিল রিয়াল।

ফেরেঙ্ক পুসকাস: ত্রিশোর্ধ্ব পুসকাস যখন রিয়ালে সই করেন, তখন তিনি ছিলেন আনফিট। ওজনও ছিল খানিকটা বেশি। সেই অবস্থায় মাদ্রিদে আট বছর খেলে ২৪২ গোল করেন বাঁ পায়ের এই জাদুকর। আর এই আট বছরে পাঁচ বার সা সিগা জিতেছিল রিয়াল।

০৯ ১২
আলফ্রেডো দি’স্তেফানো: রিয়াল মাদ্রিদকে বিশ্ব ফুটবলের মানচিত্রে তুলে আনার অন্যতম প্রধান কারিগর। রিয়ালের হয়ে ৩০৭ গোল করা দি’স্তেফানো অবশ্য প্রথমে সই করেছিলেন বার্সেলোনায়। তিনিই এক মাত্র ফুটবলার যাঁর পাঁচটি ইউরোপিয়ান কাপে গোল করার রেকর্ড রয়েছে।

আলফ্রেডো দি’স্তেফানো: রিয়াল মাদ্রিদকে বিশ্ব ফুটবলের মানচিত্রে তুলে আনার অন্যতম প্রধান কারিগর। রিয়ালের হয়ে ৩০৭ গোল করা দি’স্তেফানো অবশ্য প্রথমে সই করেছিলেন বার্সেলোনায়। তিনিই এক মাত্র ফুটবলার যাঁর পাঁচটি ইউরোপিয়ান কাপে গোল করার রেকর্ড রয়েছে।

১০ ১২
ফ্রান্সিস্কো জেন্টো: ইতিহাসে এক মাত্র ফুটবলার যিনি ছ’টা ইউরোপিয়ান কাপ জিতেছেন। টানা ১৮ বছর রিয়ালে খেলা ছয় ও সাতের দশকের এই উইঙ্গার ১০০ মিটার দৌড়তেন ১১ সেকেন্ডেরও কম সময়ে।

ফ্রান্সিস্কো জেন্টো: ইতিহাসে এক মাত্র ফুটবলার যিনি ছ’টা ইউরোপিয়ান কাপ জিতেছেন। টানা ১৮ বছর রিয়ালে খেলা ছয় ও সাতের দশকের এই উইঙ্গার ১০০ মিটার দৌড়তেন ১১ সেকেন্ডেরও কম সময়ে।

১১ ১২
হোসে মার্টিনেজ সাঞ্চেজ: ১৯৬৪ সালে গ্রানাডা থেকে রিয়ালে আসেন এই সুইপার কাম সেন্ট্রাল মিডফিল্ডার। পরবর্তী ১৫ বছরে দলের হয়ে ১০টি লা লিগা জেতার পাশাপাশি চারটি স্প্যানিশ কাপ এবং একটি ইউরোপিয়ান ক্লাবস কাপ জিতেছেন সাঞ্চেজ।

হোসে মার্টিনেজ সাঞ্চেজ: ১৯৬৪ সালে গ্রানাডা থেকে রিয়ালে আসেন এই সুইপার কাম সেন্ট্রাল মিডফিল্ডার। পরবর্তী ১৫ বছরে দলের হয়ে ১০টি লা লিগা জেতার পাশাপাশি চারটি স্প্যানিশ কাপ এবং একটি ইউরোপিয়ান ক্লাবস কাপ জিতেছেন সাঞ্চেজ।

১২ ১২
রোনাল্ডো নাজারিও: বিখ্যাত ফরোয়ার্ডদের ভিড়ে প্রথম একাদশে ঠাঁই না পেলেও পরিবর্ত হিসাবে রাখা যেতেই পারে বড় রোনাল্ডোকে। পাঁচ বছরের রিয়াল কেরিয়ারে ১২৭ ম্যাচে ৮৩ গোল করেছেন এই ব্রাজিলীয়।

রোনাল্ডো নাজারিও: বিখ্যাত ফরোয়ার্ডদের ভিড়ে প্রথম একাদশে ঠাঁই না পেলেও পরিবর্ত হিসাবে রাখা যেতেই পারে বড় রোনাল্ডোকে। পাঁচ বছরের রিয়াল কেরিয়ারে ১২৭ ম্যাচে ৮৩ গোল করেছেন এই ব্রাজিলীয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE