Advertisement
২০ এপ্রিল ২০২৪

বেড়াতে যাবেন? সঙ্গে রাখুন আটটি অ্যাপ

শীত এসে গিয়েছে। ভাবছেন বেড়াতে যাবেন। টিকিট বুকিং, হোটেল বুকিং সব হয়ে গিয়েছে। কী কী জামা কাপড় নেবেন তাও মোটামুটি ঠিক করে ফেলেছেন। কোথায় কোথায় যাবেন তাও মোটামুটি ঠিক করে ফেলেছেন। কিন্তু যাওয়ার আগে সঙ্গে রাখুন এই আটটি অ্যাপ।

ছবি: গেটি ইমেজেস।

ছবি: গেটি ইমেজেস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৬ ১৭:৩৬
Share: Save:

শীত এসে গিয়েছে। ভাবছেন বেড়াতে যাবেন। টিকিট বুকিং, হোটেল বুকিং সব হয়ে গিয়েছে। কী কী জামা কাপড় নেবেন তাও মোটামুটি ঠিক করে ফেলেছেন। কোথায় কোথায় যাবেন তাও মোটামুটি ঠিক করে ফেলেছেন। কিন্তু যাওয়ার আগে সঙ্গে রাখুন এই আটটি অ্যাপ।

• সিটিম্যাপার— অচেনা জায়গায় পছন্দের টুরিস্ট স্পট খুঁজে বার করতে করতে অ্যাপটির জুড়ি মেলা ভার। ট্রেন, বাস, বিমানের খবর জানা যায় কোনও ঝক্কি ছাড়াই। ৩০টি শহরে মেলে এই অ্যাপের পরিষেবা। বিস্তারিত ভাবে পাওয়া যায় প্রয়োজনীয় খবর।
• ডুয়োলিঙ্গো— নতুন জায়গায় বেড়ানোর কথা ভাবছেন। কিন্তু পর ক্ষণেই নতুন ভাষার গুঁতোয় কালঘাম ছুটবে বলে খুম উধাও। নতুন দেশের নতুন ভাষা। সব যেমন কেমন মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে? মুশকিল আসান হিসেবে হাজির এই ফ্রি অ্যাপটি।
• এক্সই কারেন্সি— বিদেশ বিভুঁইয়ে মুদ্রা বিনিময়ের হ্যাপা সামলানোর জন্য আছে এক্সই কারেন্সি অ্যাপটি। ইতিমধ্যেই ২ কোটি ব্যবহারকারী ডাউনলোড করেছেন অ্যাপটি।
• ট্রিপিট— এক কথায় অ্যাপটিকে বলা যায় পকেট ট্রাভেল এজেন্ট। বিমানের খবর, হোটেলের খবর, ভাড়ার গাড়ির তথ্য, সব হাতের মুঠোয় রাখতে এই অ্যাপের জুড়ি মেলা ভার। শুধু প্রয়োজনীয় ইমেলের তথ্য অ্যাপের সঙ্গে শেয়ার করলেই কেল্লাফতে।
• স‌্প্লিটর— অনেকে মিলে বেড়াতে যাবেন? সমস্ত বিল ঠিক করে রাখা খুবই মুশকিল। হিসেবপত্র আপানার হয়ে ঠিক করে রাখবে এই অ্যাপটি। বিভিন্ন দেশের বিভিন্ন মুদ্রায় হিসেব লেখা হলেও অসুবিধে নেই।
• অ্যাপ ইন এয়ার— বিমানের সমস্ত প্রয়োজনীয় তথ্য এক ছাদের তলায় এনে দেবে এই অ্যাপটি।
• ওলফ্রাম সান এক্সপোজার— আপনি কি সৌন্দর্য সচেতন? আপনার ত্বক কি খুবই স্পর্শকাতর? বিশেষ করে সুর্যের আলোয় বেরলেই ত্বকে র‌্যাশ বেরোয়? আপনাকে সাহায্য করবে এই অ্যাপটি। আবহাওয়ার হালহদিশই শুধু নয়, মিলবে ক্ষতিকারক সূর্যের অতিবেগুনি রশ্মির পূর্বাভাসও।

এই সংক্রান্ত আরও খবর...
• স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি কাটাবে স্মার্ট অ্যাপ!
• হাঁটলে এবার টাকা দেবে অ্যাপ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

travel app
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE