Advertisement
০৪ মে ২০২৪

কিডনি বিক্রি, গার্লফ্রেন্ডকে ভাড়া খাটানো— একটা আইফোন পেতে কত কী না করেছেন এরা!

আই-ফোন। বাংলা করলে মোটামুটি যা দাঁড়ায় ‘আমার ফোন’। বিশ্বের সবচেয়ে ইপ্সিত, কুলীন, আধ খাওয়া ‘আপেল’ ব্রান্ডের এই মোবাইলকে ‘আমার ফোন’ ভাবলে, একটু রোমাঞ্চিত হতেই হয়। বাজারে নানা ব্র্যান্ডের চোখ ধাঁধানো মোবাইল রয়েছে। কিন্তু নিজস্ব সফটওয়ার, অনন্য লুকস এবং স্মার্ট ফিচারসের জন্য অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেকখানি এগিয়ে থাকে অ্যাপল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ০৯:১০
Share: Save:

আই-ফোন। বাংলা করলে মোটামুটি যা দাঁড়ায় ‘আমার ফোন’। বিশ্বের সবচেয়ে ইপ্সিত, কুলীন, আধ খাওয়া ‘আপেল’ ব্রান্ডের এই মোবাইলকে ‘আমার ফোন’ ভাবলে, একটু রোমাঞ্চিত হতেই হয়। বাজারে নানা ব্র্যান্ডের চোখ ধাঁধানো মোবাইল রয়েছে। কিন্তু নিজস্ব সফটওয়ার, অনন্য লুকস এবং স্মার্ট ফিচারসের জন্য অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেকখানি এগিয়ে থাকে অ্যাপল। প্রথম আইফোন বাজারে আসে ২০০৭ সালে ২৯ জুন। এরপর থেকে যখনই আইফোনের নতুন জেনারেশন বাজারে এসেছে, হইচই ফেলে দিয়েছে। খবরের শিরোনামে থেকেছে। চলতি বছর ৭ সেপ্টেম্বর বাজারে আসা লেটেস্ট ভার্সন আইফোন সেভেনকে নিয়ে এখনও উন্মাদনায় ভাসছে বিশ্ব। এই আইফোন পাওয়ার জন্য মানুষ কী না করতে পারে। যাঁর কাছে আইফোন কেনার সামর্থ্য আছে, তিনি গোটা বিশ্ব ঘুরে আইফোন কেনেন। কেউ আবার অর্থ না থাকলে নিজের কিডনিটাও অবলীলাক্রমে বিক্রি করে দিতে পারে। এই ধরনের অবাক করা খবর প্রায়ই পেয়ে থাকি। আইফোন কেনার ক্রেজ নিয়ে এক ছাদের তলায় রাখা হল এক ডজন গল্প। আসলে তা সত্যি!

আরও পড়ুন- মাত্র ৮ মিনিটের বিমানযাত্রা চালু! তবে ৪৭ সেকেন্ডেরও আছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE