লাল-হলুদ-সবুজ-সাদা, তোমার প্রিয় রং কোনটি? মনে পড়ে, স্কুলের প্রথম বন্ধু আপনার কাছে এ কথা জানতে চেয়েছিল। সে সময় এ জিজ্ঞাসা সাদামাটা মনে হলেও এর উত্তরের অর্থ মোটেও সহজ নয়। ভাল করে ভেবে দেখুন তো, সে সময় এর জবাবে কী বলেছিলেন? কারণ, আপনার ব্যক্তিত্বের অনেক কথাই লুকিয়ে রয়েছে এর উত্তরে। মনোবিশ্লেষকদের দাবি, পছন্দের রঙের মধ্যে দিয়েই আমার-আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা যায়। দেখুন তো, পছন্দের রং জেনে আপনার প্রিয় মানুষটিকে চিনতে পারেন কি না?
আরও দেখুন
ট্রান্সজেন্ডার বলে জুটত মার, মনিপুরের সেই ‘মেয়ে’ চলল বিশ্বসুন্দরী হতে
আরও পড়ুন