টাকার গেরোয় সমস্যার মাঝেই কিছুটা স্বস্তি দিয়েছিল পেটিএম, ওলা মানির মতো ডিজিটাল পেমেন্ট অপশনগুলো। এত দিন পর্যন্ত খাবার, পর্যটনের মতো খাতে বিল মেটানোর সুবিধা ছিল ওলা মানি অ্যাপে। এ বার আরও এক ধাপ এগিয়ে গ্যাস ও বিদ্যুতের বিল মেটানোর সুবিধাও নিয়ে এল ওলা মানি অ্যাপ।
আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ওলা মানি ওয়ালেটে রিজার্জ লিমিটও ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এই মুহূর্তে দেশের ২৫টি রাজ্যে ওলা মানির সাহায্যে বিল মেটানোর সুবিধা রয়েছে। এ ছাড়াও ক্যাফে কফি ডে, ডমিনোজ, পিজা হাট, বুকমাইশো, ইবে, ক্লিয়ারট্রিপ, গোইবিবো, যাত্রা আইআরসিটিসি, আরএসআরটিসি, মুম্বই মেট্রোর বিল মেটানোর সুবিধাও রয়েছে ওলা মানি অ্যাপে।
নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা, আমেরিকান এক্সপ্রেস ও রুপে-র সাহায্য রিচার্জ করা যায় ওলা মানি।