Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Lifestyle News

স্ট্রেস মানেই খারাপ কে বলল?

খাবারে খুব কম মশলা হলে তা সুস্বাদু হয় না। আবার মশলা বেশি হলে স্বাদটাই মাটি হয়ে যায়। গবেষকদের দাবি, স্ট্রেসও অনেকটা মশলার মতো। সঠিক পরিমাণে হলে তবেই উন্নতির সিঁড়ি চড়তে পাববেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪৪
Share: Save:
০১ ০৬
জানেন কী, স্ট্রেস আপনার ক্রিয়েটিভিটির জন্য খুবই ভাল। অবাক হচ্ছেন তো!<br>
অজানা পথে পা বাড়ালেই তো স্ট্রেস বাড়ে। গবেষকদের মতে, এ কারণেই<br>
অচেনা পরিবেশে মানিয়ে নিতে আমরা আরও লড়াই করি। ঠিক যেমন নতুন চাকরি<br>
পেলে বেশ চাপে থাকেন অনেকই। তখন আরও উদ্যোগী হওয়ার তাতে ক্রিয়েটিভিটি বাড়ে।

জানেন কী, স্ট্রেস আপনার ক্রিয়েটিভিটির জন্য খুবই ভাল। অবাক হচ্ছেন তো!<br> অজানা পথে পা বাড়ালেই তো স্ট্রেস বাড়ে। গবেষকদের মতে, এ কারণেই<br> অচেনা পরিবেশে মানিয়ে নিতে আমরা আরও লড়াই করি। ঠিক যেমন নতুন চাকরি<br> পেলে বেশ চাপে থাকেন অনেকই। তখন আরও উদ্যোগী হওয়ার তাতে ক্রিয়েটিভিটি বাড়ে।

০২ ০৬
লো-লেভেল স্ট্রেসের ফলে মস্তিষ্কে ‘নিউরোট্রফিনস’ নামে এক ধরনের রাসায়নিক নিঃসৃত হয়।<br>
যা মস্তিষ্কের নিউরনের মধ্যে যোগাযোগ স্থাপনের কাজ করে। ফলে কাজকর্মে মনোযোগ বাড়ে।

লো-লেভেল স্ট্রেসের ফলে মস্তিষ্কে ‘নিউরোট্রফিনস’ নামে এক ধরনের রাসায়নিক নিঃসৃত হয়।<br> যা মস্তিষ্কের নিউরনের মধ্যে যোগাযোগ স্থাপনের কাজ করে। ফলে কাজকর্মে মনোযোগ বাড়ে।

০৩ ০৬
স্ট্রেসের কবলে পড়লে আমাদের শরীর তা মোকাবিলার জন্য তৈরি হয়।<br>
সে সময় ইন্টারলিউকিনস বলে একটি রাসায়নিক বের হয়।<br>
যা সাময়িক ভাবে হলেও ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।

স্ট্রেসের কবলে পড়লে আমাদের শরীর তা মোকাবিলার জন্য তৈরি হয়।<br> সে সময় ইন্টারলিউকিনস বলে একটি রাসায়নিক বের হয়।<br> যা সাময়িক ভাবে হলেও ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।

০৪ ০৬
শুনতে আশর্য হলেও সত্যি নিয়মিত স্ট্রেস থাকলে তাতে আখেরে আমাদের লাভই হয়।<br>
কী ভাবে?  গবেষকদের দাবি, অতিরিক্ত চাপে পড়লে দেহ-মনে তা নিয়ন্ত্রণ করারও ক্ষমতা তৈরি হয়।

শুনতে আশর্য হলেও সত্যি নিয়মিত স্ট্রেস থাকলে তাতে আখেরে আমাদের লাভই হয়।<br> কী ভাবে? গবেষকদের দাবি, অতিরিক্ত চাপে পড়লে দেহ-মনে তা নিয়ন্ত্রণ করারও ক্ষমতা তৈরি হয়।

০৫ ০৬
স্ট্রেসের ফলে নিজেকে প্রমাণ করার তাগিদ বেড়ে যায়। ফলে সাফল্যের পিছনে<br>
পরোক্ষ ভাবে দায়ী স্ট্রেস। ধরুন, ডেডলাইনের আগে কাজ জমা দেওয়ার জন্য<br>
চাপে পড়েই আরও নিপুণ ভাবে সময়ের সদ্ব্যবহার করি আমরা।

স্ট্রেসের ফলে নিজেকে প্রমাণ করার তাগিদ বেড়ে যায়। ফলে সাফল্যের পিছনে<br> পরোক্ষ ভাবে দায়ী স্ট্রেস। ধরুন, ডেডলাইনের আগে কাজ জমা দেওয়ার জন্য<br> চাপে পড়েই আরও নিপুণ ভাবে সময়ের সদ্ব্যবহার করি আমরা।

০৬ ০৬
সন্তানসম্ভবাদের দুশ্চিন্তা বা উদ্বেগ থেকে দূরে থাকতে পরামর্শ দেন অনেকেই।<br>
কিন্তু, গবেষকরা জানাচ্ছেন উল্টো কথা। তাঁদের সমীক্ষায় অনুযায়ী, গর্ভাবস্থায়<br>
সামান্য মাত্রায় স্ট্রেস থাকা ভাল। তাতে নাকি সন্তানের উন্নতিই হয়।

সন্তানসম্ভবাদের দুশ্চিন্তা বা উদ্বেগ থেকে দূরে থাকতে পরামর্শ দেন অনেকেই।<br> কিন্তু, গবেষকরা জানাচ্ছেন উল্টো কথা। তাঁদের সমীক্ষায় অনুযায়ী, গর্ভাবস্থায়<br> সামান্য মাত্রায় স্ট্রেস থাকা ভাল। তাতে নাকি সন্তানের উন্নতিই হয়।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE