Advertisement
১১ মে ২০২৪
Women News

এই ‘ইঙ্কওয়েল ম্যানর’ কে তৈরি করেছেন জানেন?

কথায় আছে, যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। তবে আমেরিকার আরকানস (Arkansas) প্রদেশের কারা ব্রুকিন্সের গল্পটা একটু আলাদা। তিনি একধারে যেমন রাঁধেন, চুল বাঁধেন, অন্যদিকে ঘরও বাঁধেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ১১:০৬
Share: Save:
০১ ১৭
এটিই হল কারা ব্রুকিন্সের পরিবার। যে পরিবারে আছে জা়ডা, রোমান, ড্রিউ এব‌ং হোপ।

এটিই হল কারা ব্রুকিন্সের পরিবার। যে পরিবারে আছে জা়ডা, রোমান, ড্রিউ এব‌ং হোপ।

০২ ১৭
জীবনের দুই বিবাহেই জুটেছে নির্যাতন। তাঁর এক স্বামী মানসিক অবসাদগ্রস্ত ছিলেন।<br> ফলে অশান্তি তাঁর পরিবারে এক সময়ের রোজনামচা হয়ে উঠেছিল।

জীবনের দুই বিবাহেই জুটেছে নির্যাতন। তাঁর এক স্বামী মানসিক অবসাদগ্রস্ত ছিলেন।<br> ফলে অশান্তি তাঁর পরিবারে এক সময়ের রোজনামচা হয়ে উঠেছিল।

০৩ ১৭
‘‘আমি এবং আমার বাচ্চাদের কিছু একটার দরকার ছিল। এই কিছু একটাই আমাদের শান্তি দিতে পারে।<br> আর তারপর আমাদের কাজ আমরা নিজেরাই খুঁজে নিই।’’ -কারা ব্রুকিন্স

‘‘আমি এবং আমার বাচ্চাদের কিছু একটার দরকার ছিল। এই কিছু একটাই আমাদের শান্তি দিতে পারে।<br> আর তারপর আমাদের কাজ আমরা নিজেরাই খুঁজে নিই।’’ -কারা ব্রুকিন্স

০৪ ১৭
কারা আরও জানিয়েছেন যে তাঁর কন্যা পুত্রদের মধ্যে আত্মসম্মান বোধ এবং নিজেদের প্রতি কোনও বিশ্বাস ছিল না।<br> আর এই ব্যাপারটা কারার রাতের ঘুম কেড়ে নিয়েছিল।

কারা আরও জানিয়েছেন যে তাঁর কন্যা পুত্রদের মধ্যে আত্মসম্মান বোধ এবং নিজেদের প্রতি কোনও বিশ্বাস ছিল না।<br> আর এই ব্যাপারটা কারার রাতের ঘুম কেড়ে নিয়েছিল।

০৫ ১৭
আর তারপরই কারা এবং তাঁর ছেলে মেয়েরা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।<br> তাঁদের কাছে নতুন একটি বাড়ি তৈরি করার কোনও সামর্থ ছিল না।<br> যখন বাড়িটি তৈরির কাজে কারার বাচ্চারা হাত দেয়, তখন তাদের বয়স ছিল ১৭,১৫,১১ এবং ২।

আর তারপরই কারা এবং তাঁর ছেলে মেয়েরা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।<br> তাঁদের কাছে নতুন একটি বাড়ি তৈরি করার কোনও সামর্থ ছিল না।<br> যখন বাড়িটি তৈরির কাজে কারার বাচ্চারা হাত দেয়, তখন তাদের বয়স ছিল ১৭,১৫,১১ এবং ২।

০৬ ১৭
তবে বাড়ি তৈরি করার কোনও জ্ঞান বা অভিজ্ঞতা তাদের ছিল না।<br> কিন্তু কারা ও তাঁর ছেলে মেয়েদের কাছে তা কখনই বাধ হয়ে দাঁড়ায়নি।<br> কেন না, আজকের জমানায় গুগল স্যারের কোচিংয়ের প্রতি ওদেরও আস্থা ছিল চূড়ান্ত।

তবে বাড়ি তৈরি করার কোনও জ্ঞান বা অভিজ্ঞতা তাদের ছিল না।<br> কিন্তু কারা ও তাঁর ছেলে মেয়েদের কাছে তা কখনই বাধ হয়ে দাঁড়ায়নি।<br> কেন না, আজকের জমানায় গুগল স্যারের কোচিংয়ের প্রতি ওদেরও আস্থা ছিল চূড়ান্ত।

০৭ ১৭
সরঞ্জামপত্র কেনার জন্য ব্যাঙ্ক থেকে বেশ কিছু ডলার ঋণ নেন কারা।<br> সঙ্গ কেবল কয়েকটা ইউটিউব টিউটোরিয়াল ভিডিও।<br> তারপরই শুরু হয়ে যায় বাড়ি তৈরি করার টিম ওয়ার্ক।

সরঞ্জামপত্র কেনার জন্য ব্যাঙ্ক থেকে বেশ কিছু ডলার ঋণ নেন কারা।<br> সঙ্গ কেবল কয়েকটা ইউটিউব টিউটোরিয়াল ভিডিও।<br> তারপরই শুরু হয়ে যায় বাড়ি তৈরি করার টিম ওয়ার্ক।

০৮ ১৭
কারা আর সোশ্যাল মিডিয়া তাঁর ছেলে মেয়েদের শেখায় কী করে একটি আস্ত বাড়ি ফ্রেম করতে হয়।

কারা আর সোশ্যাল মিডিয়া তাঁর ছেলে মেয়েদের শেখায় কী করে একটি আস্ত বাড়ি ফ্রেম করতে হয়।

০৯ ১৭
কারার একবারে ছোট ছেলে। একরত্তি মনে হলেও এই ছেলেও তাঁর মা’কে সাহায্য করেছে বাড়িটি তৈরি করতে।

কারার একবারে ছোট ছেলে। একরত্তি মনে হলেও এই ছেলেও তাঁর মা’কে সাহায্য করেছে বাড়িটি তৈরি করতে।

১০ ১৭
ইঁটের উপর ইঁট সাজিয়ে এই ক্ষুদের দল ও তাঁর মা তৈরি করে ফেলেছে তাঁদের বাড়িটি।

ইঁটের উপর ইঁট সাজিয়ে এই ক্ষুদের দল ও তাঁর মা তৈরি করে ফেলেছে তাঁদের বাড়িটি।

১১ ১৭
বাচ্চারা বাড়ি তৈরি থেকে সবচেয়ে বেশি যা শিখেছে তা হল টিমওয়ার্ক।

বাচ্চারা বাড়ি তৈরি থেকে সবচেয়ে বেশি যা শিখেছে তা হল টিমওয়ার্ক।

১২ ১৭
ভেঙে যাওয়া পরিবারকে কী ভাবে একত্র করতে হয় তাও তারা শিখেছে এই বাড়ি তৈরির মধ্যে দিয়েই।

ভেঙে যাওয়া পরিবারকে কী ভাবে একত্র করতে হয় তাও তারা শিখেছে এই বাড়ি তৈরির মধ্যে দিয়েই।

১৩ ১৭
এই বাচ্চাদের কোনওদিন ধারণা ছিল না যে তাঁরা ৩৫০০ বর্গফুটের একটি বাড়ি তৈরি করে ফেলবে।

এই বাচ্চাদের কোনওদিন ধারণা ছিল না যে তাঁরা ৩৫০০ বর্গফুটের একটি বাড়ি তৈরি করে ফেলবে।

১৪ ১৭
পাঁচটি বেডরুম, তিনটে গাড়ি রাখার গ্যারেজ, একটি বড় দোকান এবং দুটি ট্রি হাউস আছে কারার এই বাড়িতে।

পাঁচটি বেডরুম, তিনটে গাড়ি রাখার গ্যারেজ, একটি বড় দোকান এবং দুটি ট্রি হাউস আছে কারার এই বাড়িতে।

১৫ ১৭
বাড়ি তৈরির পর এই পরিবারটি হয়ে ওঠে বেশ শক্তিশালী এবং এই কথা স্বয়ং কারা স্বীকার করেছেন।<br> আর বাড়ির নাম ঠিক হয় ‘ইঙ্ক ওয়েল ম্যানর’।

বাড়ি তৈরির পর এই পরিবারটি হয়ে ওঠে বেশ শক্তিশালী এবং এই কথা স্বয়ং কারা স্বীকার করেছেন।<br> আর বাড়ির নাম ঠিক হয় ‘ইঙ্ক ওয়েল ম্যানর’।

১৬ ১৭
বিগত আট বছর ধরে এই পরিবার ইঙ্কওয়েল ম্যানরে বসবাস করছে।

বিগত আট বছর ধরে এই পরিবার ইঙ্কওয়েল ম্যানরে বসবাস করছে।

১৭ ১৭
কারার বাচ্চা আজ অনেকটাই বড় আর তারা নির্ভয়ে আরকানসে বসবাস করেন।<br> ছেলে মেয়েদের ও নিজের জীবন নিয়ে কারা একটি বইও লিখে ফেলেছেন। বইটির নাম ‘রাইজ’।

কারার বাচ্চা আজ অনেকটাই বড় আর তারা নির্ভয়ে আরকানসে বসবাস করেন।<br> ছেলে মেয়েদের ও নিজের জীবন নিয়ে কারা একটি বইও লিখে ফেলেছেন। বইটির নাম ‘রাইজ’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE