Advertisement
২১ মে ২০২৪

হাত, পায়ের কালো ছোপ দূর করার ঘরোয়া টোটকা

মুখের যত্ন, চুলের যত্ন তো আমরা সকলেই নিই। কিন্তু হাত, পায়ের যত্ন নিতে ভুলে যাই প্রায়ই। ফলে কালো ছোপ পড়ে হাত, পায়ে। জেনে নিন কী ভাবে ঘরোয়া উপায়ে হাত, পায়ের কালো ছোপ দূর করবেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৬ ১৫:৪১
Share: Save:

মুখের যত্ন, চুলের যত্ন তো আমরা সকলেই নিই। কিন্তু হাত, পায়ের যত্ন নিতে ভুলে যাই প্রায়ই। ফলে কালো ছোপ পড়ে হাত, পায়ে। জেনে নিন কী ভাবে ঘরোয়া উপায়ে হাত, পায়ের কালো ছোপ দূর করবেন।

১। টমেটো- টমেটোর রস ও সর ১:২ অনুপাতে মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোর সাহায্যে হাত, পায়ে লাগান। ৪০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন এটা করুন।

২। টক দই- প্রতি দিন স্নান করার আগে হাত ও পা টক দই দিয়ে মাসাজ করুন। পাঁচ থেকে সাত মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। টানা এক মাস করলে ধীরে ধীরে কালো ছোপ দূর হবে। ভাল ফল পেতে দইয়ের সঙ্গে লেবুর রস মেশাতে পারেন।

৩। লেবু- লেবুর রস ও শশার রস সম পরিমাণে মিশিয়ে নিন। এক চিমটি হলুদ মেশান এর সঙ্গে। এই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট রাখুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। টানা ১৫ দিন করলে ভাল ফল পাবেন।

৪। বেসন- চার টেবিল চামচ বেসন, রোজ ওয়াটার ও জল মিশিয়ে নিন। হাত, পায়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে দু’দিন এটা করুন।

৫। অ্যালোভেরা জেল- হাত, পায়ে অ্যালোভেরা জেল লাগিয়ে যতক্ষণ খুশি রাখুন। ইচ্ছা মতো জল দিয়ে ধুয়ে ফেলুন। রোজ করতে পারেন এটা।

৬। কমলালেবু- কমলালেবুর শুকনো খোসা ও কাঁচা দুধ একসঙ্গে বেটে পেস্ট তৈরি করে নিন। এটা হাত, পায়ে ২০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

৭। আলু- মোটা মোটা টুকরো করে আলু কাটুন। হাত, পায়ের কালো ছোপ পড়া অংশে ১০ মিনিট ধরে ঘষুন। জল দিয়ে ধুয়ে ফেলুন।

৮। হলুদ- গুঁড়ো হলুদ অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিন। হাত ও পায়ে পাতলা করে এই পেস্ট লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন এটা করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE