Advertisement
০৫ মে ২০২৪
Women News

কৈশোরের ট্রমা মেনোপজের পর ডেকে আনতে পারে অবসাদ

যে কোনও শারীরিক অসুখের মতোই কঠিন ট্রমার মোকাবিলা। বিশেষ করে কিশোর বয়সে কোনও অভিজ্ঞতার কারণে ট্রমায় ভুগলে তা মনের উপর দীর্ঘকালীন প্রভাব ফেলে যায়। আর এই প্রভাবই ভয়বহ হয়ে উঠতে পারে মহিলাদের ক্ষেত্রে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ১৩:৩৪
Share: Save:

যে কোনও শারীরিক অসুখের মতোই কঠিন ট্রমার মোকাবিলা। বিশেষ করে কিশোর বয়সে কোনও অভিজ্ঞতার কারণে ট্রমায় ভুগলে তা মনের উপর দীর্ঘকালীন প্রভাব ফেলে যায়। আর এই প্রভাবই ভয়বহ হয়ে উঠতে পারে মহিলাদের ক্ষেত্রে। গবেষকরা জানাচ্ছেন, শৈশব ও কৈশোরে ট্রমার শিকার হলে মেনোপজে‌র পর তা অবসাদে ভোগার কারণ হয়ে উঠতে পারে। এই পর্যায়কে বলা হয় পেরিমেনোপজ।

ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার অধ্যাপক সি নেইল এপ্রেসন বলেন, ‘‘যে মহিলাদের জীবনে বয়ঃসন্ধির পর একাধিক বার মানসিক নির্যাতন, বাবা-মায়ের বিচ্ছেদের মতো অভিজ্ঞতা হয়েছে, তাঁদের পেরিমেনোপজ পর্যায়ে অবসাদে ভোগার মাত্রা অন্যদের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি। কৈশোরে মানসিক নির্যাতনের শিকার হওয়ার ফলে অবসাদে ভোগার যে সম্ভাবনা তৈরি হয়, মেনোপজের পর হরমোনের পরিবর্তনের ফলে তা প্রকট হয়ে ওঠে।’’

আরও পড়ুন: পশ্চিমের প্রথম দেশ হিসেবে মহিলাদের ঋতুকালীন ছুটি মঞ্জুর করতে চলেছে ইতালি

জার্নাল অব ক্লিনিকাল সাইকিয়াট্রিতে এপ্রেসন লিখেছেন, কৈশোরে স্ট্রেস, মানসিক নির্যাতনের ফলে মস্তিষ্কের যে অংশ আবেগ, মুড, স্মৃতি নিয়ন্ত্রণ করে তা দুর্বল হয়ে পড়ে। বয়ঃসন্ধি ও মেনোপজের পর, উভয় সময়ই শরীরে হরমোনে আমূল পরিবর্তন হয়। যার ফলে এই দুই সময়ই খুব গুরুত্বপূর্ণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Depression Menopause Trauma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE