Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তারিক যে যে যুক্তি দিলেন

তারিক জানিয়েছেন, আজমল কাসভের প্রশিক্ষণ পাকিস্তানেই হয়েছে।

এফআইএ-র প্রাক্তন প্রধান তারিক খোসা।

এফআইএ-র প্রাক্তন প্রধান তারিক খোসা।

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৫ ১৭:৩৫
Share: Save:

তারিক জানিয়েছেন

• আজমল কাসভের প্রশিক্ষণ পাকিস্তানেই হয়েছে।

• লস্কর-ই-তৈবা (এলটিই) কাসভদের সিন্ধ প্রদেশের থাট্টায় প্রশিক্ষণ দিত।

• প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরকের যে খোল পাওয়া গিয়েছে তার সঙ্গে মুম্বইয়ে ব্যবহৃত বিস্ফোরকের মিল পাওয়া গিয়েছে।

• করাচি থেকে জঙ্গিরা যে ট্রেলারে রওনা দিয়েছিল তা রং করে বন্দরেই লুকিয়ে রাখা হয়েছিল।

• যে ডিঙিতে চেপে তারা তীরে পৌঁছয় সেই ওই ডিঙিটির ইঞ্জিনের নম্বর থেকে জানা যায়

সেটি জাপান থেকে কেনা হয়েছে। নানা হাত বদলে তা লাহৌরে পৌঁছয়।

• ইন্টারনেট ফোনের তথ্য থেকে জানা গিয়েছে ঘোটা অভিযান করাচি থেকে নিয়ন্ত্রণ করা হয়েছিল।

• তথ্যের ভিত্তিতে লকভি-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার।

• ডেভিড কোলম্যান হেডলি-সহ বেশ কয়েক জন দেশি, বিদেশি সাহায্যকারীর সন্ধানও পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE