Advertisement
০২ মে ২০২৪

পাকিস্তানকে এফ-১৬ বিক্রির সিদ্ধান্তে ক্ষুদ্ধ ভারত

পাকিস্তানকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আটটি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বারাক ওবামার প্রশাসন। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারত।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন ও নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪৮
Share: Save:

পাকিস্তানকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আটটি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বারাক ওবামার প্রশাসন। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারত। তার রেশ এতটাই যে, এ দিন দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বর্মাকে সাউথ ব্লকে ডেকে পাঠিয়ে তাঁকে নিজেদের অসন্তোষ এবং হতাশার কথা জানিয়ে দিয়েছে ভারতের বিদেশসচিব এস জয়শঙ্কর।

ওবামা প্রশাসন এ দিন মার্কিন কংগ্রেসে জানিয়েছে, তারা পাকিস্তানকে ৭০ কোটি ডলারের আটটি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ৩০ দিনের মধ্যে মার্কিন কংগ্রেস এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মার্কিন প্রশাসনের দাবি, আমেরিকার এই সিদ্ধান্ত উপমহাদেশের মৌলিক সামরিক ভারসাম্য মোটেই নষ্ট করবে না। বরং পাকিস্তানের নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করবে। এই যুদ্ধবিমান পাকিস্তানের সন্ত্রাস দমনের ক্ষমতাকে বাড়িয়ে তুলবে।

কিন্তু ওয়াশিংটনের দাবি মানতে নারাজ নয়াদিল্লি। এস জয়শঙ্কর জানিয়েছেন, নয়াদিল্লি মনে করে আমেরিকার এই যুদ্ধবিমান পাকিস্তান ভারত-বিরোধী কাজে ব্যবহার করবে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও একটি কড়া বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান বেচার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে, তাতে আমরা অত্যন্ত হতাশ। আমরা এটাও বিশ্বাস করি না যে আমেরিকার এই যুদ্ধবিমান পাকিস্তান সন্ত্রাস দমনের কাজে ব্যবহার করবে। গত কয়েক বছরের ঘটনাপ্রবাহ দেখলেই স্পষ্ট হয়ে যাবে।’’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE