Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিল মাফ, প্রশ্নের মুখে কেজরীবাল

বিতর্কের জল, জনগণায় নমঃ! নাকি সরকারের বর্ষপূর্তি বলে জনগণের জলের বিল মাফ! প্রথম দফাটি ছিল মাত্র ৪৯ দিনের। দ্বিতীয় দফায় দিল্লিতে আপ সরকারের এক বছর পূর্ণ করল আজ।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৪:০৫
Share: Save:

বিতর্কের জল, জনগণায় নমঃ! নাকি সরকারের বর্ষপূর্তি বলে জনগণের জলের বিল মাফ!

প্রথম দফাটি ছিল মাত্র ৪৯ দিনের। দ্বিতীয় দফায় দিল্লিতে আপ সরকারের এক বছর পূর্ণ করল আজ। সেই উপলক্ষে মুখমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এ দিন ঘোষণা করেছেন, গত নভেম্বর পর্যন্ত জলের বিল মাফ করছে সরকার। তবে সকলেই যে পুরো ছাড় পাচ্ছেন তা নয়। সম্পত্তিকরের হিসেবে সবচেয়ে উপরের চারটি স্তরে এই ছাড় হবে ২৫ থেকে ৭৫ শতাংশ। বিল পুরো মাফ হবে নীচের চারটি স্তরে। কিন্তু আপ সরকারের এই উপহার নিয়ে বিরোধীদের প্রশ্ন, কেজরীবাল তো নিখরচায় জল দেওয়ার কথাই ঘোষণা করেছিলেন, এখন তবে বিলের প্রশ্ন আসছে কেন? আসলে কেজরীবাল নিজেই মানছেন, গত নভেম্বর পর্যন্ত যে বিল গিয়েছে তাতে বিস্তর গরমিল ছিল। তাই বিতর্ক এড়াতে ওই ছাড় দেওয়া হয়েছে। নিজেদের ভুল শুধরে নেওয়ার দায় এড়াতেই ছাড়ের পথ নিয়েছেন কেজরীবালরা!

দিল্লির প্রতি মহল্লায় (আপাতত ১০০০টি) একটি করে স্বাস্থ্যকেন্দ্র গড়ার কথাও এ দিন ঘোষণা করেছে আপ সরকার। সঙ্গে জানিয়েছে, সরকারি হাসপাতালে এ বার থেকে বিনামূল্যে ওষুধ মিলবে ও এক্স-রে করানো যাবে নিখরচায়। এর বাস্তবায়ন কতটা হবে, তা দিয়ে যেমন দিল্লিবাসীর একাংশ প্রশ্ন তুলছেন, তেমনই বিরোধীরা সরব সরকারি অর্থ অপচয়ের প্রবণতা নিয়ে। সরকারের বর্ষপূর্তিতে কেজরীবালরা প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা খরচ করছেন স্রেফ প্রচারে। কংগ্রেসের বক্তব্য, নিজেদের ঢাক পেটানোর কাজে না ঢেলে, এই টাকা পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা উচিত ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE