Advertisement
১১ মে ২০২৪

রূপা, অঞ্জনা, প্রদীপের নিন্দা দলের বৈঠকে

বিজেপির ‘মুখ’ ম্লান করে দিলেন বিজেপির নেতা-নেত্রীরা! দলের মুখ হিসাবে যাঁদের নিয়ে আসা হয়েছে, সেই প্রদীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় এবং অঞ্জনা বসুর বিরুদ্ধে সমালোচনার ঝ়ড় উঠল শনিবার দলের রাজ্য কমিটির বৈঠকে। কংগ্রেস থেকে বিজেপিতে আসা প্রদীপবাবু টিভি চ্যানেলে দলের মুখ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০৩:০৫
Share: Save:

বিজেপির ‘মুখ’ ম্লান করে দিলেন বিজেপির নেতা-নেত্রীরা! দলের মুখ হিসাবে যাঁদের নিয়ে আসা হয়েছে, সেই প্রদীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় এবং অঞ্জনা বসুর বিরুদ্ধে সমালোচনার ঝ়ড় উঠল শনিবার দলের রাজ্য কমিটির বৈঠকে।

কংগ্রেস থেকে বিজেপিতে আসা প্রদীপবাবু টিভি চ্যানেলে দলের মুখ। রাজ্য রাজনীতিতে দলের মুখ অভিনেত্রী রূপা। আর এক অভিনেত্রী অঞ্জনাও রয়েছেন রাজ্য বিজেপির তারকা তালিকায়। নিজাম প্যালেসে রবিবার মুকুল রায়ের নেতৃত্বাধীন এক সংগঠনের ইফতার পার্টিতে যোগ েদন প্রদীপবাবু এবং অঞ্জনা। বিজেপি সূত্রের খবর, তাঁদের এই আচরণ নিয়ে রাজ্য কমিটির বৈঠকে প্রশ্ন তোলেন দলেরই একাংশ। তাঁদের বক্তব্য, ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইফতার। প্রদীপবাবু ও অঞ্জনা গিয়ে ঠিক করেননি। এতে বিজেপির আদর্শ সম্পর্কে জনমানসে ভুল বার্তা যেতে পারে। প্রদীপবাবুকে দলের তরফে টিভি চ্যানেলের অনুষ্ঠানে না পাঠানোর প্রস্তাবও দেন কেউ কেউ।

জরুরি অবস্থার ৪০ বছর পূর্তি উপলক্ষে ২৬ জুন অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সামনে বামপন্থী বিশিষ্ট জনেদের অনুষ্ঠানে যান রূপা। এই আচরণ নিয়েও বৈঠকে প্রশ্ন ওঠে। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, প্রদীপবাবু, অঞ্জনা এবং রূপা বাইরে থেকে দলে এসেছেন। ফলে দলের সংস্কৃতি বুঝতে পারছেন না। তাই এখনই তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করে দলের সংস্কৃতি তাঁদের বোঝানোর চেষ্টা করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE