Advertisement
০৭ মে ২০২৪

হিন্দুদের পাঁচ সন্তান হলেই দু’লক্ষ পুরস্কারের ঘোষণা শিবসেনার!

সাক্ষী মহারাজের পর এ বার শিবসেনা। প্রত্যেক হিন্দু পরিবারে চারটি করে সন্তান থাকা উচিত বলে মাস কয়েক আগে সওয়াল করেছিলেন বিজেপির এই সাংসদ। আর এ বার সাক্ষীকেও এক ধাপ টপকে গেল শিবসেনা। ভারতে হিন্দুদের ক্রমাগত কমতে থাকা জনসংখ্যার পরিসংখ্যানে ‘চিন্তিত’ সেনা নিদান দিল পরিবার পিছু পাঁচ সন্তানের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ১৮:২৪
Share: Save:

সাক্ষী মহারাজের পর এ বার শিবসেনা।

প্রত্যেক হিন্দু পরিবারে চারটি করে সন্তান থাকা উচিত বলে মাস কয়েক আগে সওয়াল করেছিলেন বিজেপির এই সাংসদ। আর এ বার সাক্ষীকেও এক ধাপ টপকে গেল শিবসেনা। ভারতে হিন্দুদের ক্রমাগত কমতে থাকা জনসংখ্যার পরিসংখ্যানে ‘চিন্তিত’ সেনা নিদান দিল পরিবার পিছু পাঁচ সন্তানের। এমনকী ‘টার্গেট’য়ে পৌঁছতে নগদ পাঁচ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করল তারা।

দিন কয়েক আগে জাতিভিত্তিক জনগণনার রিপোর্ট পেশ করেছে কেন্দ্র। তাতে দেখা যাচ্ছে, হিন্দু জনসংখ্যার হারের তুলনায় সামান্য বেড়েছে মুসলমান জনসংখ্যা। বিহার নির্বাচনের আগে এই রিপোর্ট পেশ করা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের নিন্দা করা হয় সব মহল থেকে। এমনকী এই রিপোর্টের পর তথাকথিত হিন্দু দলগুলি বিভ্রান্তিমূলক প্রচার করবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল তারা। সেই আশঙ্কাকেই সত্যি করে দেখাল শিবসেনা।

শুক্রবার সেনার আগরা শাখার প্রধান ভিনু লাভনিয়া ঘোষণা করেন, “হিন্দুদের কমতে থাকা জনসংখ্যা রোধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে এ বার থেকে যে সমস্ত হিন্দু পরিবারের পাঁচটি করে সন্তান হবে, তাদের দু’লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার হবে।”

বিতর্কিত মন্তব্য করতে অবশ্য শিবসেনার জুড়ি মেলা ভার। এর আগেও বেশ কিছু মন্তব্যে আলোড়ন ফেলেছিল তারা। তবে এ সব কিছুকেই যেন ছাপিয়ে গেল এ বারের মন্তব্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE