Advertisement
০৪ মে ২০২৪

আলাপন পর্বে নজর রাখছে জাতীয় নির্বাচন কমিশন

বাংলার নির্বাচন কমিশনে নজিরবিহীন টানাপড়েনের দিকে নজর রাখছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করার কোনও অধিকার জাতীয় কমিশনের নেই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৫ ১৭:৫৫
Share: Save:

বাংলার নির্বাচন কমিশনে নজিরবিহীন টানাপড়েনের দিকে নজর রাখছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করার কোনও অধিকার জাতীয় কমিশনের নেই। কিন্তু, নির্বাচন সদন সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গে নির্বাচন সংক্রান্ত পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ খবর রাখছে নয়াদিল্লি।

রাজ্য সরকারের আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্য নির্বাচন কমিশনার পদে বসানো নিয়ে রাজনৈতিক শিবিরে বিতর্কের অন্ত নেই। জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়টির খুঁটিনাটি খোঁজখবর রাখছে। খবর কমিশন সূত্রেই। জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা বলছেন, যেভাবে পশ্চিমবঙ্গে এখন নির্বাচন কমিশনার নিয়োগ করা হল, তা জাতীয় নির্বাচন কমিশনে কখনোই সম্ভব নয়। আইন অনুযায়ী সরকারি আধিকারিক পদে বহাল থাকা অবস্থায় কোনও ব্যক্তিকে কিছুতেই নির্বাচন কমিশনার পদে বসানো যায় না। সেই ব্যক্তিকে সরকারের চাকরি থেকে অবসর নিয়ে তবেই নির্বাচন কমিশনের কাজে যোগ দিতে হবে। এই বিষয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন সংক্রান্ত বিধিটি কী রকম, তা খতিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশন। নয়াদিল্লির নির্বাচন কমিশন কোনওভাবেই এ রাজ্যের কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারবে না। তবে, আসন্ন বিধানসভা নির্বাচন পরিচালনার সময় পশ্চিমবঙ্গে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, তা আগে থেকে আঁচ করতেই বাংলার পুর নির্বাচন পর্বের উপর সতর্ক নজর রাখা হচ্ছে বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE