Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National News

আইআইটি-তে এখনও খালি ১২১টি আসন

দেশের অন্য প্রান্তের পাশাপাশি এই রাজ্যের ছবিটাও খুব একটা উজ্জ্বল নয়। আইআইটি খড়্গপুরের ৯টি আসনে কোনও ছাত্র-ছাত্রী ভর্তি হতে আসেননি। তবে এই নিরাশাজনক পরিস্থিতির মধ্যেও আশার আলো দেখাচ্ছে আইটি-কানপুর এবং আইআইটি-হায়দরাবাদ।

আইআইটি খড়্গপুরের ৯টি আসন শূন্য হয়ে রয়েছে। ছবি: সংগৃহীত।

আইআইটি খড়্গপুরের ৯টি আসন শূন্য হয়ে রয়েছে। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ২০:৩৭
Share: Save:

দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে শূন্য হয়ে পড়ে রয়েছে একাধিক আসন। এমনকী, দেশ জুড়ে অধিকাংশ আইআইটি-তে বহু আসন পূরণ হয়নি। সাত রাউন্ডের অ্যাডমিশনের পরেও ওই প্রতিষ্ঠানগুলিতে কোনও পড়ুয়ার দেখা মিলছে না। দেশের ২৩টি আইআইটি-তে এখনও পর্যন্ত খালি হয়ে পড়ে রয়েছে ১২১টি আসন।

পরিসংখ্যান ঘেঁটে দেখলে দেখা যাচ্ছে, গত চার বছরের মধ্যে চলতি বছরেই আইআইটি-তে শূন্য আসনের সংখ্যাটা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। দেশের ২৩টি আইআইটিতে মোট আসন রয়েছে ১০,৯৮২টি। চলতি বছরে তার মধ্যে ১২১টি আসন খালি পড়ে রয়েছে। গত বছরে এই সংখ্যাটি ছিল ৯৬। তার এক বছর আগে তা ছিল ৫০। সেখানে ২০১৪-তে মাত্র ৩টি আসন খালি হয়ে পড়েছিল।

আরও পড়ুন

সেনা সরানোর প্রশ্নই নেই, ডোকলামে রাস্তা-বাঙ্কার তৈরি করা শুরু করল দিল্লি

ভুবনেশ্বর ও বারাণসীর আইআইটিতে সবচেয়ে বেশি আসন শূন্য হয়ে রয়েছে। এর পরেই রয়েছে আইআইটি-ধানবাদ (ইন্ডিয়ান স্কুল অব মাইনস)-এর নাম। সেখানে ২৩টি আসনে পড়ুয়ার দেখা মেলেনি। আইআইটি-জম্মুতে আসন খালি ১৩টি।

আরও পড়ুন

হরিয়ানার এই ছাত্র গুগ্‌লে দেড় কোটির চাকরি পায়নি?

দেশের অন্য প্রান্তের পাশাপাশি এই রাজ্যের ছবিটাও খুব একটা উজ্জ্বল নয়। আইআইটি খড়্গপুরের ৯টি আসনে কোনও ছাত্র-ছাত্রী ভর্তি হতে আসেননি। তবে এই নিরাশাজনক পরিস্থিতির মধ্যেও আশার আলো দেখাচ্ছে আইটি-কানপুর এবং আইআইটি-হায়দরাবাদ। গত চার বছর ধরেই ওই দুই প্রতিষ্ঠানে কোনও আসন খালি পড়ে নেই। চলতি বছরে এই তালিকায় যোগ দিয়েছে আইআইটি জোধপুরও। গত বছরে এখানে মাত্র একটি আসন খালি পড়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IIT Education Career
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE