Advertisement
E-Paper

নিশানা পুলিশ, কাশ্মীরের বাজারে বিস্ফোরণে হত ৪

ঘটনাস্থলেই মৃত্যু হয় এক অফিসার-সহ ৪ পুলিশকর্মীর। আহত হন আরও দুই পুলিশকর্মী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ১১:২৫
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে জম্মু-কাশ্মীরের সোপোরে নিহত হলেন এক অফিসার-সহ ৪ পুলিশকর্মী।

শনিবার সকালের ঘটনা।

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে কয়েক জন পুলিশকর্মী সোপোরের একটি বাজারে টহল দিচ্ছিলেন। বাজারের মধ্যেই বিস্ফোরকটি রাখা ছিল। হঠাত্ই জোরাল শব্দে বিস্ফোরণ ঘটে লুকিয়ে রাখা সেই আইইডির। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক অফিসার-সহ ৪ পুলিশকর্মীর। আহত হন আরও দুই পুলিশকর্মী।

আরও পড়ুন: রাজ্যসভায় পেশ হল না তালাক বিল

লক্ষ্য ত্রিপুরা, বরাকে তৎপরতা বিজেপির

এই ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ ও সেনা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পুলিশকর্মীদের নিশানা বানাতেই জঙ্গিরা বাজারে আইইডি রেখেছিল। যদিও প্রথম দিকে কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, পরে অবশ্য জইশ জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইট করে বলেন, “সোপোরে ৪ পুলিশকর্মীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

Jammu and Kashmir Sopore IED Blast জম্মু ও কাশ্মীর সোপোর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy