Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দু’হাজারের নোটে উদ্ধার চার কোটি

নতুন নোটের জন্য হন্যে হয়ে এটিএম আর ব্যাঙ্কে ব্যাঙ্কে ঘুরছেন দেশের অধিকাংশ মানুষ। এক লপ্তে বেশি টাকাও তুলতে পারছেন না কেউ। এই পরিস্থিতিতে বেঙ্গালুরু ও দক্ষিণ ভারতের বহু জায়গায় তল্লাশি চালিয়ে ছ’কোটি টাকা বাজেয়াপ্ত করলেন আয়কর দফতরের অফিসাররা।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:১৭
Share: Save:

নতুন নোটের জন্য হন্যে হয়ে এটিএম আর ব্যাঙ্কে ব্যাঙ্কে ঘুরছেন দেশের অধিকাংশ মানুষ। এক লপ্তে বেশি টাকাও তুলতে পারছেন না কেউ। এই পরিস্থিতিতে বেঙ্গালুরু ও দক্ষিণ ভারতের বহু জায়গায় তল্লাশি চালিয়ে ছ’কোটি টাকা বাজেয়াপ্ত করলেন আয়কর দফতরের অফিসাররা। যার মধ্যে নতুন দু’হাজার টাকার নোটে রয়েছে সাড়ে চার কোটিরও বেশি টাকা। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বিস্কুট ও প্রচুর সোনার গয়না।

আয়কর দফতরের একটি সূত্র জানিয়েছে, কাল আর আজ মিলিয়ে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি শহরে তল্লাশি চালিয়েছেন তাদের কর্নাটক ও গোয়ার দফতরের পঞ্চাশ জনেরও বেশি অফিসার। শহরগুলির মধ্যে রয়েছে তামিলনাড়ুর চেন্নাই ও এরোদ এবং কর্নাটকের বেঙ্গালুরু। যার মধ্যে বেঙ্গালুরু থেকেই সব চেয়ে পরিমাণ টাকা ও গয়না উদ্ধার হয়েছে। সোনার বিস্কুটের পরিমাণ সাত কেজিরও বেশি। গয়নার ওজনও সমান সমান। বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাম্বোরগিনির মতো বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি এবং জমি-বাড়ি সংক্রান্ত দলিল।

বিষয়টির সঙ্গে চার জন জড়িত বলে সন্দেহ আয়কর দফতরের। যাঁদের মধ্যে দু’জন সরকারি ইঞ্জিনিয়ার পদের কর্তা এবং দু’জন ঠিকাদার। চার জনের নাম অবশ্য প্রকাশ্যে আনেনি আয়কর দফতর। অফিসাররা জানান, এত পরিমাণ দু’হাজার টাকার নোট উদ্ধারই ভাবাচ্ছে তাঁদের। নতুন দু’হাজারের নোট বাজারে আসার পরে এত টাকা একসঙ্গে উদ্ধার হওয়ার ঘটনা এই প্রথম। এত টাকা ঠিক কী কাজে ব্যবহার করা হচ্ছিল, তা নিয়ে মুখে কুলুপ অফিসারদের। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হওয়া বেশ কিছু পরিচয়পত্র দেখে তাঁদের ধারণা, পুরনো বাতিল নোট বদলের জন্যই সেগুলি ব্যবহার করা হয়েছিল।

তবে বেঙ্গালুরুর ঘটনা ব্যতিক্রম নয়। দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর ও এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। গত বুধবারই বিভিন্ন হাওয়ালা অপারেটরদের কাছ থেকে এক কোটিরও বেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছিল ইডি। উদ্ধার হয়েছিল পুরনো নোটের পঞ্চাশ লাখ আর নতুন নোটের কুড়ি লাখ টাকাও। দিল্লি, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, আমদাবাদ, চেন্নাই, মুম্বইয়ের মতো বিভিন্ন শহরেও তল্লাশি চালানো হয় সম্প্রতি।

চেন্নাইয়ের এক বিজেপি নেতার বাড়ি থেকে কুড়ি লক্ষেরও বেশি টাকা উদ্ধার হয়েছে নতুন নোটে। অর্জুন নামে বছর ছাব্বিশের ওই বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালিয়েছেন এত দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

2000 rupees notes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE