Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গজেন্দ্র বিতর্কে পুণের এফটিআই থেকে সরে গেলেন পল্লবী

আরও ঘোরালো হল পুণের ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআই)’-র সমস্যা। এফটিআই-এর আন্দোলনের পাশে কার্যত দাঁড়িয়ে শিক্ষক পদ থেকে সরে গেলেন অভিনেত্রী পল্লবী যোশি। এফটিআই-এর চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহানকে নিয়োগের বিরুদ্ধে পডুয়ারা ২৪ দিন ধরে ধর্মঘট পালন করছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ১৩:৫১
Share: Save:

আরও ঘোরালো হল পুণের ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআই)’-র সমস্যা। এফটিআই-এর আন্দোলনের পাশে কার্যত দাঁড়িয়ে শিক্ষক পদ থেকে সরে গেলেন অভিনেত্রী পল্লবী যোশি। এফটিআই-এর চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহানকে নিয়োগের বিরুদ্ধে পডুয়ারা ২৪ দিন ধরে ধর্মঘট পালন করছেন। সেই আন্দোলনকে সমর্থন করেই এ দিন পল্লবীর সরে যাওয়ার কথা প্রকাশ্যে এল। এর আগে পরিচালক জাহ্নু বড়ুয়া, সিনেমাটোগ্রাফার সন্তোষ সিবান এফটিআই-এর পরিচালন পর্ষদের সদস্য হতে অস্বীকার করেছিলেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রককে চিঠি লিখে পল্লবী তাঁর সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, পডুয়াদের অসন্তোষের মধ্যে কোনও প্রতিষ্ঠানে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তা ছাড়া এখন এই প্রতিষ্ঠানে থাকতে গেলে আপস করতে হবে। যাতেও তিনি রাজি নন বলে জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pallavi Joshi Gajendra Chauhan FTII mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE