Advertisement
০২ মে ২০২৪

মুলায়মকে বৈঠকে ডাক অখিলেশের

ক’দিন আগেই, গত ২৩ সেপ্টেম্বর লখনউয়ে সমাজবাদী পার্টির রাজ্য কর্মসমিতির বৈঠক বসেছিল। সেখানে মুলায়ম বা তাঁর ভাই শিবপাল যাদব— কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি।

অখিলেশ ও মুলায়ম সিংহ যাদব

অখিলেশ ও মুলায়ম সিংহ যাদব

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৭ ০০:৪৯
Share: Save:

এক বছরের বেশি সময় ধরে চলা সমাজবাদী পার্টির অন্তর্কলহ থামাতে এ বারে আরও সক্রিয় হলেন অখিলেশ যাদব। আর সেটা করতে গিয়েই বাবা তথা দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহের সঙ্গে দূরত্ব কমানোর প্রক্রিয়া শুরু করেছেন তিনি। গত কয়েক মাস মুলায়মের সঙ্গে কার্যত দেখাই হয়নি অখিলেশের। সেই দূরত্ব কমিয়ে বৃহস্পতিবার তিনি মুলায়মের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। সমাজবাদী পার্টির নেতা তথা বিধান পরিষদের সদস্য সুনীল সিংহ যাদব এ খবর দিয়ে জানান, আগামী মাসে আগরায় দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দেওয়ার জন্য মুলায়মকে আমন্ত্রণ জানিয়েছেন অখিলেশ। অক্টোবরের ৫ তারিখ ওই বৈঠক হবে। তবে দুই নেতার মধ্যে হওয়া এই একান্ত বৈঠকে অন্য কী কথা হয়েছে, সে সম্পর্কে মুখ খোলেননি সপা শীর্ষ নেতৃত্ব।

ক’দিন আগেই, গত ২৩ সেপ্টেম্বর লখনউয়ে সমাজবাদী পার্টির রাজ্য কর্মসমিতির বৈঠক বসেছিল। সেখানে মুলায়ম বা তাঁর ভাই শিবপাল যাদব— কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এ বছর জানুয়ারিতে সপা-র রাশ অখিলেশ নিজের হাতে নেওয়ার পর থেকেই মুলায়ম-শিবপাল সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। এমনকী এ মাসেই মুলায়ম নিজের আলাদা দল খুলতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছিল। বিস্মৃতপ্রায় লোকদলের সঙ্গে সমাজবাদী নাম জুড়ে নয়া দল চালু হতে পারে বলেও খবর বেরোয়। এ নিয়ে জল্পনা উস্কে ক’দিন আগেই সাংবাদিক বৈঠক করলেও সেখানে কিন্তু নয়া দলের নাম উচ্চারণ করেননি মুলায়ম। লোকদলের সভাপতি সুনীল সিংহের বক্তব্য, ওই সাংবাদিক বৈঠকে প্রাক্তন সপা বিধায়ক সারদা প্রতাপ শুক্ল একটি কাগজ হাতে দিলেও তাতে চোখ বুলিয়ে ‘পরে দেখব’ বলে সেটি রেখে দেন মুলায়ম। জল্পনা, ওই কাগজেই ছিল নয়া দলের নাম ঘোষণার বিষয়টি। রাজনৈতিক মহলের বক্তব্য, আগরায় দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তাঁকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা দেখেই পরবর্তী পদক্ষেপ করবেন সপাজবাদী পার্টির ‘নেতাজি’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE