Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Violence

গুলিতে খুন বসপা নেতা, উত্তপ্ত ইলাহাবাদ, ভাঙচুর-আগুন

রাজেশ যাদব নামে যে বসপা নেতা খুন হয়েছেন, তিনি এ বছররে গোড়ায় হওয়ায় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বসপার প্রার্থীও ছিলেন। ভাদোহি কেন্দ্র থেকে বসপার টিকিটে লড়েছিলেন তিনি।

উত্তপ্ত: ক্ষিপ্ত বসপা সমর্থকরা আগুন লাগিয়ে দেয় সরকারি বাসে। মঙ্গলবার ইলাহাবাদে। ছবি— পিটিআই।

উত্তপ্ত: ক্ষিপ্ত বসপা সমর্থকরা আগুন লাগিয়ে দেয় সরকারি বাসে। মঙ্গলবার ইলাহাবাদে। ছবি— পিটিআই।

সংবাদ সংস্থা
ইলাহাবাদ শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ১৭:২৬
Share: Save:

উত্তপ্ত ইলাহাবাদ। বহুজন সমাজ পার্টির (বসপা) এক নেতা প্রকাশ্য রাস্তায় খুন হওয়ার পর মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠেছে শহরের বিভিন্ন অংশ। ক্ষিপ্ত বসপা সমর্থকরা ভাঙচুর চালিয়েছেন শহরের বিভিন্ন এলাকায়। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সরকারি বাসেও। পরিস্থিতি যে অত্যন্ত উত্তেজিত, সে কথা স্বীকার করেছে পুলিশও।

রাজেশ যাদব নামে যে বসপা নেতা খুন হয়েছেন, তিনি এ বছররে গোড়ায় হওয়ায় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বসপার প্রার্থীও ছিলেন। ভাদোহি কেন্দ্র থেকে বসপার টিকিটে লড়েছিলেন তিনি। নির্বাচনে রাজেশ যাদব জিততে পারেননি ঠিকই। তবে ইলাহাবাদ শহরে তাঁর এবং তাঁর দলের অনুগামীর সংখ্যা খুব কম নয়। ফলে রাজেশ যাদবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পথে নামেন বসপা কর্মী-সমর্থকরা। গোলমাল শুরু হয় প্রায় গোটা শহর জুড়ে।

আরও পড়ুন: চিহ্নিত হয়ে গিয়েছে লঙ্কেশের খুনিরা, দাবি কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ এক বন্ধুকে নিয়ে ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের তারাচাঁদ হস্টেলের সামনে কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজেশ যাদব। সেখানে একদল লোকের সঙ্গে রাজেশদের বচসা হয় এবং তার পরেই রাজেশরা আক্রান্ত হন। প্রথমে পাথর ছুড়ে তাঁর গাড়িতে হামলা হয়েছিল বলে খবর। তার পরে গুলি চালানো হয়। গুলি লাগে রাজেশ যাদবের পেটে। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বসপা নেতার মৃত্যু হয়।

আরও পড়ুন: আত্মসমর্পণের আগেই চণ্ডীগড়ে গ্রেফতার হানিপ্রীত

ক্ষিপ্ত বসপা সমর্থকরা আজ সকালে হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালান। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। আগুন লাগিয়ে দেওয়া হয় দু’টি সরকারি বাসে। ইলাহাবাদ শহরের জর্জটাউন, কর্নেলগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE