Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sharad Yadav

এনডিএ-তে ফেরার তোড়জোড়, মোদী-অমিতের সঙ্গে নীতীশের কথা

এক কালের জোট এনডিএতে নীতীশের ফেরা কার্যত প্রায় সময়ের অপেক্ষা। শুক্রবার বিজেপি সভাপতি অমিত শাহের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন নীতীশ কুমার। তখনই বিজেপি সর্বভারতীয় সভাপতি জেডিইউ প্রধানকে এনডিএতে ফেরার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। —ফাইল চিত্র।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ১৯:২২
Share: Save:

বৃত্ত সম্পূর্ণ করার কাজ শেষ করতে চলেছেন নীতীশ কুমার।

এক কালের জোট এনডিএতে নীতীশের ফেরা কার্যত প্রায় সময়ের অপেক্ষা। শুক্রবার বিজেপি সভাপতি অমিত শাহের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন নীতীশ কুমার। তখনই বিজেপি সর্বভারতীয় সভাপতি জেডিইউ প্রধানকে এনডিএতে ফেরার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আর শনিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন নীতীশ। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী সঙ্গেও তাঁর এনডিএতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে কথা হয়। এ দিন পরে অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন নীতীশ।

আরও পড়ুন: পথ দেখুন, শরদকে ফের বার্তা নীতীশের

বিহারে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়ার পরে গতকাল, শুক্রবারই প্রথম বার দিল্লি আসেন নীতীশ। বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে বৈঠক করেন তিনি। তার পরই শরদ যাদব-সহ ‘বিক্ষুব্ধ’ জেডিইউ নেতাদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘‘দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়েই বিজেপির সঙ্গে সরকার গড়া হয়। এখন শরদ যাদব চাইলে নিজের রাস্তা নিজে বেছে নিতে পারেন!’’ এর পরই দলীয় নির্দেশ অমান্য করে সনিয়া গাঁধীর বৈঠকে উপস্থিত থাকায় দলের আর এক সাংসদ আনোয়ারকে সাসপেন্ড করে জেডিইউ নেতৃত্ব।

আরও পড়ুন: শরদ যাদবকে রাজ্যসভার নেতার পদ থেকে সরাল জেডিইউ

আর, শনিবার শরদ যাদবকে দলের রাজ্যসভার দলনেতার পদ থেকে সরিয়ে দিলেন নীতীশ। তার পরই নীতীশকে আক্রমণ করে যাদবের বার্তা, ‘জেডিইউ শুধু নীতীশের দল নয়, ওটা আমারও দল।’’ এই তরজার জেরে ভাঙনের ছবি ক্রমেই স্পষ্ট হচ্ছে জেডিইউতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE