Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ভানু-আতঙ্ক বরাকের আমলা মহলে

ভানু-আতঙ্কে কাঁপছে করিমগঞ্জ জেলা প্রশাসন! করিমগঞ্জের বিভিন্ন সরকারি দফতরে কাজকর্ম মোটেও আশাব্যঞ্জক নয়। বিভিন্ন সরকারি অনুদান, টিকাকরণ-সহ বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না।

শীর্ষেন্দু শী
করিমগঞ্জ শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০৩:২৬
Share: Save:

ভানু-আতঙ্কে কাঁপছে করিমগঞ্জ জেলা প্রশাসন!

করিমগঞ্জের বিভিন্ন সরকারি দফতরে কাজকর্ম মোটেও আশাব্যঞ্জক নয়। বিভিন্ন সরকারি অনুদান, টিকাকরণ-সহ বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। এরই মধ্যে কাছাড়ের জেলাশাসক গোকুলমোহন হাজরিকাকে বদলি করে দিয়েছেন অসমের অতিরিক্ত মুখ্য সচিব এমকেজি ভানু। ফলে ত্রাহি মধুসূদন অবস্থা করিমগঞ্জের জেলাশাসক সঞ্জীব গোঁহাই বরুয়ার।

দীর্ঘ দিনের ঢিলেমি ঢাকতে আজ করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগ ও সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের আধিকারিকদের নিয়ে এক জরুরি সভা ডাকেন করিমগঞ্জের জেলাশাসক। সরকারি সূত্রে জানা গিয়েছে, জেলাশাসক এ দিনের সভায় কার্যত ফেটে পড়েছেন। উপস্থিত অফিসারদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শিশুদের টিকাকরণ, ভিটামিন ট্যাবলেট বিভিন্ন গ্রামে গিয়ে পৌঁছয়নি। একই ভাবে শিশু উন্নয়ন প্রকল্পের কাজকর্মের ঢিলেমি চলছে। তিনি জানান, এই সব নিয়ে তাঁকে অতিরিক্ত মুখ্য সচিব এমকেজি ভানুর কাছে বকুনি খেতে হয়েছে। জেলাশাসক অধস্তন কর্মী-অফিসারদের পাল্টা বকুনি দিয়ে বলেন, ‘‘আপনারা ঠিক ভাবে কাজ করবেন না, আর গালমন্দ শুনতে হবে আমাকে, এটা চলতে পারে না।’’ জেলাশাসক সভায় এও বলেন, ‘‘আপনারা ভাববেন না যে বিপদ শুধুমাত্র কাছাড়ের জেলাশাসকের উপর দিয়ে বয়ে গেছে। দু’-একদিনের মধ্যে আমার যে বদলির আদেশ আসবে না তাও হলফ করে বলতে পারি না।’’ ফলে যে সকল কর্মী-অফিসার ভাল করে কাজ করবেন না তাঁদের বিরুদ্ধে দিসপুরে রিপোর্ট পাঠাবেন কার্যত হুমকিই দিয়েছেন জেলাশাসক। অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সব থেকে ঘনিষ্ট আমলা হিসেবে ভানুর পরিচয়। দিসপুরে, ক্ষমতার অলিন্দে যাঁদের নিত্য আসা-যাওয়া তাঁরা ভানুর ক্ষমতা সম্পর্কে সম্যক ওয়াকিবহাল। গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তই ভানুকে ছুঁইয়ে রেখে করার চেষ্টা করেন রাজ্যের অন্যান্য শীর্ষ আমলারা। আজ থেকে পাঁচদিন আগে শিলচরে আসেন অতিরিক্ত মুখ্য সচিব। সেখানে কাছাড় জেলার জেলাশাসক ছাড়াও করিমগঞ্জ ও হাইলাকান্দির জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন তিনি। কাছাড়ের জেলাশাসক গোকুলমোহন হাজরিকার উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। করিমগঞ্জে স্বাস্থ্য দফতর-সহ বিভিন্ন দফতরের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। করিমগঞ্জের জেলাশাসককে কেরানির মতো কথা বলতে বারণ করেন তিনি। অতিরিক্ত মুখ্য সচিব শিলচরের বৈঠক শেষ করে গুয়াহাটিতে ফিরে যান। গত কালই কাছাড়ের জেলাশাসককে বদলি করে এস কে বিশ্বনাথনকে কাছাড়ের জেলাশাসক পদে নিয়োগের সরকারি নির্দেশ জারি হয়। এরপরেই ূবরাকের আমলা-মহল তটস্থ হয়ে উঠেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shirshendu shi barak assam karimganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE