Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অনশনের আগে ছোলে, বাটোরে

রাহুল গাঁধী তখনও পৌঁছননি অনশন মঞ্চে। বিজেপির দৌলতে ছড়িয়ে পড়ল একটি ছবি। দিল্লির কংগ্রেস নেতারা অনশনে বসার আগে রেস্তরাঁয় বসে ভরপেট খাচ্ছেন ছোলে, বাটোরে। রাহুল গাঁধীর অনশন নিয়ে এমনিতেই অস্বস্তিতে ছিল বিজেপি। এমন একটি হাতে-গরম বিষয় পেয়ে লুফে নিল তারা।

ভোজ: ছোলে, বাটোরে খেতে ব্যস্ত অজয় মাকেন, অরবিন্দ্র সিংহ লাভলিরা। সোমবার কংগ্রেসের অনশন চলার সময়েই এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয় বিজেপি।

ভোজ: ছোলে, বাটোরে খেতে ব্যস্ত অজয় মাকেন, অরবিন্দ্র সিংহ লাভলিরা। সোমবার কংগ্রেসের অনশন চলার সময়েই এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয় বিজেপি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০৪:১৫
Share: Save:

রাহুল গাঁধী তখনও পৌঁছননি অনশন মঞ্চে। বিজেপির দৌলতে ছড়িয়ে পড়ল একটি ছবি। দিল্লির কংগ্রেস নেতারা অনশনে বসার আগে রেস্তরাঁয় বসে ভরপেট খাচ্ছেন ছোলে, বাটোরে। রাহুল গাঁধীর অনশন নিয়ে এমনিতেই অস্বস্তিতে ছিল বিজেপি। এমন একটি হাতে-গরম বিষয় পেয়ে লুফে নিল তারা।

তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে প্রশ্ন ছুঁড়ল, ‘‘এ কেমন অনশন রাহুল গাঁধীর? পুরোটাই ভাঁওতা! দলিত-প্রেমের নাটক।’’ কিন্তু ছোলে-বাটোরের ছবিতে কোথাও ছিলেন না রাহুল। তাতে দেখা যাচ্ছে দিল্লি কংগ্রেস সভাপতি অজয় মাকেন, প্রাক্তন মন্ত্রী হারুন ইউসুফ, অরবিন্দ্র সিংহ লাভলিকে। লাভলির বক্তব্য, ‘‘এত অনির্দিষ্ট কালের
অনশন নয়। প্রতীকী অনশন শুরু হয়েছে ১১টা থেকে। এটি সকাল ৮টার আগের ছবি। ভুল কোথায়? বিজেপি খাবারের থেকে বিষয়ে মনোযোগ দিক।’’

আরও তাতাল বিজেপি: ‘‘দলিতদের জন্য প্রতীকী অনশন!’’ কিন্তু কংগ্রেসের সন্দেহ, দলের মধ্যেই কেউ ছবি তুলে সেটি পাচার করেছে বিজেপিকে। যাতে রাহুল গাঁধীর অনশনকে ভেস্তে দেওয়া যায়। এমনিতেই ১১টার বদলে বেলা ১টায় রাহুল অনশন মঞ্চে আসায় বিজেপি কটাক্ষ করছে। তার মধ্যে এই ঘটনা চোনা ফেলল।

আরও পড়ুন: ধাক্কা সামলে অনশনে শান রাহুলের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE