Advertisement
০৯ মে ২০২৪

বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন শেখর— ‘মাদুরাই ইউনিভার্সিটি, গভর্নর অ্যান্ড দ্য ভার্জিন চিকস অব আ গার্ল’।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০৩:৩৭
Share: Save:

সাংবাদিক বৈঠক চলাকালীন প্রশ্নের উত্তরে এক মহিলা সাংবাদিককের গালে হাত দেওয়ার জন্য গত কালই ক্ষমা চেয়েছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। আজ সেই বির্তক ফের উস্কে দিলেন বিজেপি-র শীর্ষস্থানীয় নেতা এস ভি শেখর।

একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন শেখর— ‘মাদুরাই ইউনিভার্সিটি, গভর্নর অ্যান্ড দ্য ভার্জিন চিকস অব আ গার্ল’। তাতে লেখা ছিল, ‘বড় মাথাদের সঙ্গে না শুয়ে কোনও মহিলা সাংবাদিক হতে পারেন না। তামিলনাড়ুর সাংবাদিকেরা নিচু স্তরের, নোংরা। সামান্যই কিছু ব্যতিক্রম আছে। আমি শুধুই তাদের সম্মান করি।’

ঘটনার পরে ওই মহিলা সাংবাদিক বলেছিলেন, ‘‘আমার প্রশ্নের জবাবে প্রশংসার ছলে রাজ্যপালের ও ভাবে গাল ছোঁয়ার যুক্তি আমি মেনে নিতে পারছি না। বাড়ি ফিরে বারবার করে গাল ধুয়েছিলাম।’’ সেই প্রসঙ্গে শেখরের ওই পোস্টে আরও লেখা ছিল, ‘গভর্নরের উচিত ছিল হাত ফিনাইল দিয়ে ধোয়া।’

বিক্ষোভের মুখে পড়ে আজ শেখর বলেন, ‘‘না পড়েই ভুল করে শেয়ার করে ফেলেছিলাম। ইচ্ছাকৃত নয়। আমার এক বন্ধুর কথায় বিষয়টা চোখে পড়তেই মুছে দিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Leader
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE