Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

টাট্রা কাণ্ডে প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিংহকে ঘুষ দিতে চাওয়ার অভিযোগে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিংহকে গ্রেফতার করল সিবিআই। সমন পেয়ে সোমবার দিল্লির সিবিআই আদালতে হাজির হয়ে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন তেজেন্দ্র। কিন্তু বিচারক মধু জৈন সেই আর্জি খারিজ করে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেন। তেজেন্দ্রকে ২০ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪১
Share: Save:

বিতর্ক ছাড়ছে না স্মৃতিকে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

একশো দিনেই অন্তত প্রকাশ্যে ভাবমূর্তি পাল্টাতে মরিয়া স্মৃতি ইরানি। দায়িত্ব নেওয়ার পরেই অভিযোগ ওঠে শিক্ষায় ফের গৈরিকীকরণের পথে হাঁটছে স্মৃতির মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। সংস্কৃত সপ্তাহ থেকে সাম্প্রতিক গুরু উৎসবকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয় দেশ জুড়ে। মন্ত্রকের কাজে সঙ্ঘের প্রভাব পড়তে শুরু করেছে বুঝতে পেরে সচেতন ভাবে এখন সেই প্রভাব কাটাতে তৎপর হয়েছেন স্মৃতি। সংস্কৃত ভাষার ব্যবহার নিয়ে ঘনিষ্ঠ মহলে প্রশ্ন তুলে উল্টে তিনি জোর দিয়েছেন কারিগরি শিক্ষার বিকাশে। এত করেও অবশ্য গৈরিকীকরণের অভিযোগ থেকে বেড়িয়ে আসতে পারছে না স্মৃতির মন্ত্রক। যার সাম্প্রতিক উদাহরণ হল গুরু উৎসব। গত সপ্তাহে প্রতিটি রাজ্যকে শিক্ষক দিবস অর্থাৎ ৫ সেপ্টেম্বর গুরু উৎসব পালন করার নির্দেশ দেয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। দক্ষিণের একাধিক দল এর পিছনে সংস্কৃত ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা রয়েছে বলে অভিযোগ তোলে। সরব হন ডিএমকে নেতা করুণানিধি। কংগ্রেসের মুখপাত্র মণীশ তিওয়ারি একে “সঙ্ঘের নির্দেশে শিক্ষায় গৈরিকীকরণের প্রচেষ্টা” আখ্যা দেন। মন্ত্রক সূত্র বলছে, এ ব্যাপারে নির্দেশ এসেছিল খোদ সঙ্ঘ থেকেই। কিন্তু বিতর্ক শুরু হওয়ার পিছিয়ে আসেন স্মৃতি। তাঁর কথায়, “অহেতুক বিরোধীরা রাজনীতি করছে। এটি রচনা প্রতিযোগিতা। যে পড়ুয়াদের ইচ্ছে হবে তারাই এতে নাম দেবে।”

টাট্রা কাণ্ডে ধৃত তেজেন্দ্র সিংহ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

টাট্রা কাণ্ডে প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিংহকে ঘুষ দিতে চাওয়ার অভিযোগে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিংহকে গ্রেফতার করল সিবিআই। সমন পেয়ে সোমবার দিল্লির সিবিআই আদালতে হাজির হয়ে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন তেজেন্দ্র। কিন্তু বিচারক মধু জৈন সেই আর্জি খারিজ করে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেন। তেজেন্দ্রকে ২০ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। তেজেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ, ২০১০ সালের ২২ সেপ্টেম্বর টাট্রার ১,৬৭৬টি গাড়ি কেনার ফাইলটি অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই ছেড়ে দেওয়ার জন্য তৎকালীন সেনাপ্রধান ভিকে সিংহকে ১৪ কোটি টাকা ঘুষ দেওয়ার কথা বলেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তেজেন্দ্রকে দফতর থেকে চলেযেতে বলে ভিকে সিংহ বিষয়টি তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনিকে জানান। সোমবার তেজেন্দ্রর আগাম জামিনের আর্জি খারিজ করে বিচারক জানান, আইন সকলের জন্য সমান। তেজেন্দ্রকে ক্ষমা করা যায় না।

মনোনয়নপত্রে তৃতীয় লিঙ্গ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

ছাত্র নির্বাচনের মনোনয়নপত্রে তৃতীয় লিঙ্গের উল্লেখ রাখল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। একটি বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, ২০১৪-১৫ ছাত্র নির্বাচনের মনোনয়নপত্রে স্ত্রী এবং পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের পড়ুয়ারা ‘অন্যান্য’ হিসাবে নিজেদের লিঙ্গ পরিচয় নথিভুক্ত করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অতি বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএ-র জাতীয় সভাপতি সুচেতা দে।

আরএসএস নেতা খুন
সংবাদ সংস্থা • কান্নুর

অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের ছোড়া বোমায় নিহত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) এক নেতা। সোমবার ঘটনাটি ঘটেছে কেরলের কান্নুরে। প্রতিবাদে আজ, মঙ্গলবার রাজ্য জুড়ে হরতাল ডেকেছে আরএসএস। নিহত আরএসএস নেতার নাম ই মনোজ (৩২)। বিজেপি ও আরএসএস-র দাবি, এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে সিপিএম।

শিক্ষিকাকে গণধর্ষণ
সংবাদ সংস্থা • মৈনপুরী

প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ জনের বিরুদ্ধে। সোমবার উত্তরপ্রদেশের মৈনপুরীতে। নির্যাতিতার সোনার চেন এবং টাকাছিনতাই করে দুষ্কৃতীরা। পুলিশ জানায়, সোমবার স্কুলে যাওয়ার পথে তিন দুষ্কৃতী তাঁকে ঝোপের মধ্যে টেনে নিয়ে ধর্ষণ করে। চিৎকার শুনে এক জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন পথচারীরা।

ভিসার মেয়াদ বাড়ল তসলিমার
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

ভারতে তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ২ অগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেন লেখিকা। তখন আগামী দু’মাসের জন্য তাঁর ভিসা মঞ্জুর করে রাজনাথ আশ্বাস দেন, সময়সীমা বাড়ানোর জন্য তাঁর আবেদন বিবেচনা করে দেখবেন তাঁরা। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা জানান, ২০১৫-এর অগস্ট পর্যন্ত তসলিমার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। মৌলবাদীদের ফতোয়ার জেরে ১৯৯৪ সাল থেকেই বাংলাদেশ ছেড়ে কখনও আমেরিকা, কখনও ইউরোপ, কখনও আবার ভারতে আশ্রয় নিতে হয়েছে তসলিমাকে।

অসুস্থ জেটলি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। দলীয় সূত্রে খবর, রুটিন চেক আপের জন্যই আজ রাতে তাঁকে ভর্তি করা হয়েছে। আশঙ্কার কোনও কারণ নেই।

লগ্নি সংস্থায় তল্লাশি
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি

সারদা কাণ্ডের জেরে এবার অসমের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলি আইন মেনে ব্যবসা করছে কিনা, তা খতিয়ে দেখতে শুরু করেছে রাজ্য সরকার। রিজার্ভ ব্যাঙ্ক এবং সেবি-র অনুমতি না থাকায়, ধুবুরিতে অর্থলগ্নির ব্যবসা করা একটি আর্থিক প্রতিষ্ঠান সিল করে দিয়েছে ধুবুরি জেলা প্রশাসন। সোমবার বিকেলে ধুবুরি শহরের ডি ডি রোডে ওই আর্থিক প্রতিষ্ঠানটির অফিসে তল্লাশি চালান ধুবুরি জেলার অতিরিক্ত জেলাশাসক ভোগেশ্বর শ্যাম এবং পুলিশ সুপার দেবাশিস বরার নেতৃত্বে জেলা পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।

২ বালিকাকে ধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

অসমে নগাঁও জেলায় পৃথক ঘটনায় দুই বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রথম ঘটনাটি ঘটে চামাগুড়ির দক্ষিণ ভেলৌগুলি এলাকায়। পুলিশ জানায়, বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগ নিয়ে শিবু মণ্ডল নামে এক যুবক পড়শি বাড়ির ১৩ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। শিবু পলাতক। অন্য ঘটনায়, লঙ্কার পঞ্জাব বস্তি এলাকায় নিখিল গোয়ালা নামে ৬০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে ৭ বছরের এক বালিকার উপরে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। গ্রামবাসীরা তাকে বেধড়ক মারধর করে। জখম অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করেছে।

পাইপে আগুন, মৃত ৪
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

তেলের পাইপলাইনে বিস্ফোরণের জেরে আগুনে পুড়ল কয়েকটি বাড়ি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই মহিলা-সহ চার জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১০ জনকে। ঘটনাটি ঘটেছে শিবসাগরের হিংরিজান এলাকায়। পুলিশ জানায়, আজ ভোরে অসম গ্যাস সংস্থার তেলের পাইপলাইনে বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে যায়।

স্কুলেই আত্মহত্যা
সংবাদ সংস্থা • ভেলোর

স্কুলের শৌচালয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করল ১১ বছরের এক ছাত্রী। সোমবার তামিলনাড়ুর ভেলোরের একটি সরকারি স্কুলের ছাত্রী কে হারিনি শৌচালয়ে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। উদ্ধার করে হারিনিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

গ্রেফতার ১ জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • শিলচর

ডিমা হাসাওয়ের মান্দারডিসা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার নাম সুনো ফংলো।


যুদ্ধ-বিরোধী মিছিলে পা মেলালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
সোমবার আগরতলায় বাপি রায়চৌধুরীর তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE