Advertisement
১০ মে ২০২৪

টুকরো খবর

প্রতি মাসে নিখরচায় এটিএম ব্যবহারের ঊর্ধ্বসীমা বেঁধে দিল রিজার্ভ ব্যাঙ্ক। এ বার থেকে যে ব্যাঙ্কে গ্রাহকের কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তাদের এটিএম নিখরচায় মাসে পাঁচ বার ব্যবহার করতে পারবেন তিনি। আবার একই কার্ড ব্যবহার করে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে নিখরচায় টাকা তোলা যাবে ৩ বার। শুধু টাকা তোলাই নয়, ব্যালান্স চেক করা, মিনি স্টেটমেন্ট নেওয়ার মতো কাজগুলিকেও এখন থেকে এক বার করে এটিএম ব্যবহার হিসেবে ধরা হবে। ঊর্ধ্বসীমা পেরোলেই প্রতি বারের জন্য গুনতে হবে বাড়তি ২০টাকা। আজ, শনিবার থেকে কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে চালু হচ্ছে এই নিয়ম।

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৪ ০৩:১৬
Share: Save:

বাঁধাধরা এটিএম

প্রতি মাসে নিখরচায় এটিএম ব্যবহারের ঊর্ধ্বসীমা বেঁধে দিল রিজার্ভ ব্যাঙ্ক। এ বার থেকে যে ব্যাঙ্কে গ্রাহকের কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তাদের এটিএম নিখরচায় মাসে পাঁচ বার ব্যবহার করতে পারবেন তিনি। আবার একই কার্ড ব্যবহার করে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে নিখরচায় টাকা তোলা যাবে ৩ বার। শুধু টাকা তোলাই নয়, ব্যালান্স চেক করা, মিনি স্টেটমেন্ট নেওয়ার মতো কাজগুলিকেও এখন থেকে এক বার করে এটিএম ব্যবহার হিসেবে ধরা হবে। ঊর্ধ্বসীমা পেরোলেই প্রতি বারের জন্য গুনতে হবে বাড়তি ২০টাকা। আজ, শনিবার থেকে কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে চালু হচ্ছে এই নিয়ম।

মারা গেলেন ভোপাল গ্যাস কাণ্ডের অ্যান্ডারসন

সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক

ভারত প্রত্যর্পণের অনুরোধ করেছিল বহু বার। কিন্তু আইনের নাগালের বাইরে থেকেই ৯২ বছর বয়সে মারা গেলেন ওয়ারেন অ্যান্ডারসন। ভোপাল গ্যাস দুর্ঘটনা মামলায় এখনও ফেরার আসামির তালিকাতেই রয়েছে ইউনিয়ন কার্বাইড সংস্থার এই প্রাক্তন প্রধানের নাম। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্লোরিডার ভেরো বিচে একটি নার্সিংহোমে ২৯ সেপ্টেম্বর মারা যান অ্যান্ডারসন। কিন্তু তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কথা ঘোষণা করা হয়নি। স্থানীয় প্রশাসনের রেকর্ড থেকে এ কথা জানতে পারে সংবাদমাধ্যম। ১৯৮৪ সালের ২ ডিসেম্বর ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানায় রাসায়নিক বিক্রিয়ায় ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। মধ্যপ্রদেশ সরকারের মতে, সাড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারান। বেসরকারি মতে মৃতের সংখ্যা ১০ হাজারের বেশি। বিষাক্ত গ্যাসের প্রভাবে পরেও ফুসফুস, কিডনি ও লিভারের সমস্যায় ভুগেছেন বহু মানুষ। দুর্ঘটনার পরে ভোপালে আসেন অ্যান্ডারসন। তাঁকে গ্রেফতারও করা হয়। কিন্তু দ্রুত জামিন পেয়ে ভারত ছাড়েন। তাঁর নাম ফেরার তালিকায় থাকলেও তাঁকে প্রত্যর্পণে রাজি হয়নি মার্কিন সরকার। আজ ভোপালের বন্ধ ইউনিয়ন কার্বাইড কারখানার সামনে জমায়েত করে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনগুলির তরফে জানানো হয়, মার্কিন সরকারের নিরাপত্তা ও ভারতের অবহেলার অ্যান্ডারসন রেহাই পেয়ে গেলেন।

কয়লাশিল্পে ধর্মঘটের ডাক

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

কয়লাক্ষেত্র বেসরকারিকরণের চেষ্টা ও কোল ইন্ডিয়ার আরও বিলগ্নিকরণের বিরুদ্ধে ২৪ নভেম্বর ধমর্ঘটের ডাক দিল সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নগুলি। ২১৪টি কয়লাখনির বণ্টন বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি সেগুলি ইন্টারনেটে নিলাম করে ফের বণ্টনের জন্য অর্ডিন্যান্স এনেছে নরেন্দ্র মোদী সরকার। সেই সঙ্গে বেসরকারি সংস্থাগুলিকে কয়লা তুলে বাজারে বেচার অনুমতি দেওয়ার কথাও অর্ডিন্যান্সে বলা হয়েছে। কোল ইন্ডিয়ার বিলগ্নিকরণের কথাও ভাবছে তারা। মোদী সরকার কয়লাক্ষেত্র বেসরকারিকরণের চেষ্টা করছে বলে দাবি ট্রেড ইউনিয়নগুলির। প্রতিবাদে ২৪ নভেম্বর কোল ইন্ডিয়া ও সিঙ্গারেনি কোলিয়ারিজ-সহ কয়লাশিল্পে ধর্মঘট ডেকেছে তারা।

শিশু অপরাধ বাড়ছে, উদ্বিগ্ন মেঘালয়-অসম

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

অসম ও মেঘালয়ে শিশু অপরাধ বৃদ্ধিতে উদ্বিগ্ন প্রশাসন। সমাজবিরোধী ও দেশবিরোধী কার্যকলাপে যুক্ত করা হচ্ছে শিশুদের এমন খবরের ভিত্তিতে রাজ্যগুলির শিশু সুরক্ষা কমিটিকে (সিপিসি) রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছে সরকার। নজর রাখতে বলা হয়েছে নথিভুক্ত ও অনথিভুক্ত অনাথালয় ও শিশু আবাসের উপর। প্রশাসনিক সূত্রের খবর, অসমে তিনটি সরকারি শিশু আবাস ও ২২টি নথিভুক্ত বেসরকারি শিশু আবাস রয়েছে। ওই আবাসগুলিতে ৭৯০ জন রয়েছে। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ, বন্যা, বিস্ফোরণের জেরে অনাথ সহস্রাধিক শিশু অনথিভুক্ত আবাসগুলিতে আশ্রয় নিয়েছে। তাদের বিষয়ে সিপিসি’র কাছে যথেষ্ট তথ্য নেই। রাজ্যের সমাজকল্যাণ দফতরের বক্তব্য, অনাথ বা গৃহহীন ওই শিশুরা অনেক সময় অপরাধচক্রে সামিল হচ্ছে। পুলিশ সূত্রের খবর, এ বছর জুন পর্যন্ত রাজ্যে শিশুদের বিরুদ্ধে দায়ের হওয়া অপরাধের সংখ্যা ১৮২১টি। মেঘালয়ের শিলং ও তুরার শিশু সংশোধনাগারেও অভিযুক্তের সংখ্যা বেড়ে চলেছে। খুন, ধর্ষণের অভিযোগেও ধরা পড়ছে নাবালকরা। গারো পাহাড়ের জঙ্গিরা নগদ টাকা বা মোবাইলের লোভ দেখিয়ে কিশোরদের ‘লিঙ্কম্যান’ হিসেবে ব্যবহার করছে।

বন্ধে স্তব্ধ অসম

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

রাজনৈতিক একটি দলের সঙ্গে জিহাদিদের যোগাযোগের অভিযোগ নিয়ে বজরঙ দল ও বিশ্ব হিন্দু পরিষদের ডাকা অসম বন্ধে বিপর্যস্ত হল জনজীবন। জেলায় জেলায় বেশিরভাগ দোকান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকারি অফিসে হাজিরাও ছিল কম। রাজধানী গুয়াহাটি-সহ অন্য জায়গায় রাস্তায় যান তেমন দেখা যায়নি। গুয়াহাটি, তিনসুকিয়া, শিবসাগর, বাইহাটা চারিয়ালি, গোলাঘাটের কয়েকটি রাস্তা অবরোধ করা হয়। তেজপুরে বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাতিতে কয়েক জন জখম হন।

এনডিএফবি জঙ্গিরা ভাঙল সংঘর্ষবিরতি

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

সংঘর্ষবিরতিতে থাকা এনডিএফবি (আর)-এর চেয়ারম্যান রঞ্জন দৈমারিকে ফের গ্রেফতার করার প্রতিবাদে হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা ঘোষণা করল ওই সংগঠনের জঙ্গিরা। আজ রঞ্জনপন্থী এনডিএফবি’র প্রচার সচিব বি নাইজাব এ কথা জানান। ২০১১ সালের ১ অগস্ট এনডিএফবি (আর) সংঘর্ষবিরতি শুরু করে। তখন গ্রেফতার করা হয়েছিল রঞ্জন দৈমারিকে। কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনা চূড়ান্ত করার স্বার্থে ওই জঙ্গিনেতাকে জামিন দেওয়া হয়। ২০১৩ সালের ২৯ নভেম্বর এনডিএফবি (আর) আনুষ্ঠানিক ভাবে শান্তিচুক্তি করে। কিন্তু এ বছর ২৯ সেপ্টেম্বর টাডা আদালত ফের রঞ্জনকে গ্রেফতার করার নির্দেশ দেয়। ২১ অক্টোবর তার জামিনের আবেদনও নাকচ করা হয়। বি নাইজাব জানিয়েছেন, প্রশাসনের এই আচরণ অপমানজনক ও বিদ্বেষমূলক। তারই প্রতিবাদে এনডিএফবি (আর) সংঘর্ষবিরতি চুক্তি থেকে সরে আসতে বাধ্য হচ্ছে। যত দিন না রঞ্জন ও সংগঠনের অন্য জেলবন্দি জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে, ততদিন শান্তি নিয়ে আলোচনা করা অযৌক্তিক।

কমিশনের প্রশ্নে

’৮৪ দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের জন্য বৃহস্পতিবার নতুন করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে মোদী সরকার। কেন্দ্র জানিয়েছিল, শিখ বিরোধী দাঙ্গায় যে ব্যক্তিদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু এই ঘোষণায় আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে এই অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রককে ৩ নভেম্বরের মধ্যে জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন। কিছু দিনের মধ্যেই দিল্লিতে উপনির্বাচন। তাই সেখানে নির্বাচনী আচরণবিধি কার্যকর রয়েছে। আগামী ২৫ নভেম্বর দিল্লির তিনটি বিধানসভা আসন কৃষ্ণ নগর, মেহরৌলি ও তুঘলকাবাদে উপনির্বাচন হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE