কথার সঙ্গে কাজের মিল নেই। রাজনৈতিক দলগুলি সম্পর্কে সাধারণ মানুষের এমন অভিযোগ বিস্তর শোনা যায়। কিন্তু সেই অভিযোগ যদি দেশের প্রধান বিচারপতি করেন, তবে তা অন্য মাত্রা পায়। শনিবার দিল্লিতে এক আলোচনা সভায় দেশের রাজনৈতিক দলগুলির দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিংহ খেহর। তাঁর মতে, না রাখতে পারা নির্বাচনী প্রতিশ্রুতির দায় অবশ্যই রাজনৈতিক দলগুলিকে নিতে হবে।
এ দিন ‘ইকনমিক রিফর্মস উইথ রেফারেন্স টু ইলেকটোরাল ইস্যু’ শীর্ষক এক আলোচনাসভায় যোগ দেন খেহর। ওই সভায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও ছিলেন। রাষ্ট্রপতির সামনেই প্রধান বিচারপতি বলেন, ‘‘নির্বাচনী ইস্তাহার এখন শুধু কাগজেই রয়ে যায়। ওই ইস্তাহার কখনওই অর্থনৈতিক সংস্কার এবং সংবিধানের আর্থ-সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যের মধ্যে যোগসূত্র গড়ে তোলে না।
আরও পড়ুন: তিস্তা নয়, জল দেব তোর্সার
ক্ষমতায় এসে কী কী কাজ করবে, তার একটা সুচিন্তিত বয়ান ইস্তাহারের মাধ্যমে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি প্রকাশ করে থাকে। খাহরের মতে, সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়া নিয়ে প্রশ্ন তুললে তারা অজুহাত দেয়। এর মধ্যে অনেক সময় নিজেদের দলীয় সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ার মতো নির্লজ্জ অজুহাতও থাকে। তবে, ইদানীং দলগুলির বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। উদাহরণ হিসাবে খাহর বলেন, ‘‘নির্বাচনী বিধি ভাঙলে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এবং সেটাও আদালতের নির্দেশ মেনেই।’’
প্রণববাবু তাঁর বক্তব্য বলতে গিয়ে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বের কথা বলেন। তিনি বলেন, ‘‘সমস্ত রাজনৈতিক দলগুলির একটি ভলেন্টারি কোড অব কন্ডাক্ট থাকা উচিত। যা মেনে তারা কাজ করবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy