Advertisement
১১ মে ২০২৪

শ্রীনগরে হামলায় নিহত জওয়ান

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেরই খুব কাছেই দিল্লি পাবলিক স্কুল আর একটা এটিএম। রাস্তায় রোজকার মতো টহল দিচ্ছিলেন জওয়ানরা। হঠাৎই একে-রাইফেল নিয়ে হানা দেয় জঙ্গিরা। কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালিয়ে তারা পালিয়ে যায়।

সাবির ইবন ইউসুফ
শ্রীনগর শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ০৩:১৫
Share: Save:

খাস শ্রীনগরের পাঠানচক এলাকায় সন্ধের ঠিক মুখে বাসস্ট্যান্ডের কাছে সিআরপি-র টহলদারি গাড়িতে হামলা চালাল দুই সশস্ত্র জঙ্গি। ঘটনাস্থলেই নিহত হলেন সাব-ইনস্পেক্টর সাহেব শুক্ল। আহত দু’জনের মধ্যে এক জন পথচারীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর আঘাত তেমন গুরুতর নয়। মাস দু’য়েক পরে খাস শ্রীনগরে এমন হামলা চালাতে পারল জঙ্গিরা। ৩ এপ্রিল সিআরপি-র গাড়িতে হানায় ৬ জন আহত হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেরই খুব কাছেই দিল্লি পাবলিক স্কুল আর একটা এটিএম। রাস্তায় রোজকার মতো টহল দিচ্ছিলেন জওয়ানরা। হঠাৎই একে-রাইফেল নিয়ে হানা দেয় জঙ্গিরা। কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। পাল্টা হামলার কোনও সুযোগই পায়নি সিআরপি। এ নিয়ে এই এলাকায় জওয়ানদের উপর দু’বার হামলা হলো। ঘটনার পর-পরই আতঙ্ক ছ়ড়িয়ে পড়ে এলাকায়। জঙ্গিদের খোঁজে জোর তল্লাশিতে নামে সেনা-পুলিশ ও আধা সামরিক বাহিনী। বন্ধ করে দেওয়া হয় শ্রীনগর-জম্মু সড়ক। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবা।

এ দিকে, নওহাট্টার জামিয়া মসজিদের বাইরে ডিএসপি মহম্মদ আয়ুব পণ্ডিতকে বিবস্ত্র করে, পাথর দিয়ে থেঁতলে মেরে ফেলার ঘটনায় জড়িত সন্দেহে আজ আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতের ওই ঘটনায় এর আগেই ধরা হয়েছিল দু’জনকে। ঘটনার দ্রুত তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে বলেও আজ টুইট করেছেন রাজ্য পুলিশের ডিজিপি এসপি বৈদ্য। তাঁর কথায়, ‘‘ডিএসপি-খুনে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১২ জনকে শনাক্ত করতে পেরেছি আমরা। ধরপাকড় চলবে।’’ জনরোষের পিছনে বিচ্ছিন্নতাবাদীদের কোনও চক্রান্ত আছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, গত কাল রাতেই উত্তর শ্রীনগরের এসপি সাজাদ খালিক বাটকে বদলি করা হয়েছে।

শ্রীনগরে শান্তি ফেরাতে মরিয়া পুলিশ আজই আবার জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান ইয়াসিন মালিককে তাঁর মাইসুমা এলাকার বাড়ি থেকে গ্রেফতার করেছে। ওই বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে একাধিক খুন এবং উপত্যকায় অশান্তি ছ়ড়ানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি বিজেপি-আরএসএসের বিরুদ্ধে স্লোগান তুলে পথেও নামতে দেখা গিয়েছিল ইয়াসিনকে।

জামিয়া মসজিদে ডিএসপি-খুনে হুরিয়ত নেতা মিরওয়াইজ উমর ফারুকের হাতও দেখছেন অনেকে। সেই প্রেক্ষিতে মিরওয়াইজ-সহ উপত্যকার সব বিচ্ছিন্নতাবাদী নেতাকেই গ্রেফতার করা হোক বলে দাবি তুলেছে রাজ্য বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CRF সিআরপি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE