Advertisement
২২ মে ২০২৪

বিরোধীদের উপেক্ষা করলে ফল ভাল হবে না, মোদীকে বার্তা সনিয়ার

বিরোধীদের উপেক্ষা করলে কংগ্রেসের হাতে রয়েছে রাজ্যসভা। নরেন্দ্র মোদীর কাছে আজ এই স্পষ্ট বার্তা পৌঁছে দিলেন সনিয়া গাঁধী।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ২১:৩৪
Share: Save:

বিরোধীদের উপেক্ষা করলে কংগ্রেসের হাতে রয়েছে রাজ্যসভা। নরেন্দ্র মোদীর কাছে আজ এই স্পষ্ট বার্তা পৌঁছে দিলেন সনিয়া গাঁধী।

সংসদের বাজেট অধিবেশনের গোড়াতেই রাষ্ট্রপতির বক্তৃতায় রাজ্যসভায় সংশোধনী এনে মোদীকে একপ্রস্থ এই বার্তা পৌঁছে দিয়েছিলেন সনিয়া। আর কাল বাজেট অধিবেশনের প্রথম ধাপের শেষ দিনে আধার বিলে সংশোধনী পাশ করিয়েও সেই বার্তা জিইয়ে রাখলেন তিনি। আজ সে কথাটিই আরও জোরালো করতে সামনে এলেন গুলাম নবি আজাদ ও বীরপ্পা মইলি। বাজেট অধিবেশনের দ্বিতীয় ধাপে পণ্য ও পরিষেবা বিলটি পাশ করাতে চায় মোদী সরকার। কংগ্রেস আজ বুঝিয়ে দিল, সরকার যদি বিরোধীদের উপেক্ষা করে, তা হলে আরও গভীর সঙ্কটের মুখোমুখি হতে হবে শাসক দলকে।

আরও পড়ুন

সংসদে তদন্ত ঘুষ নিয়ে, বিরোধী মতে বোঝাপড়া

গুলাম নবি আজ বলেন, ‘‘রাজ্যসভাকে আদৌ লঘু করে দেখা উচিত নয় সরকারের। রাষ্ট্রপতির বক্তৃতায় ও আধার বিলে সংশোধনী পাশ করিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি, সংসদের উচ্চকক্ষে আমাদের সহযোগিতা ছাড়া সরকার কিছু করতে পারবে না। যে ভাবে রাজ্যসভাকে এড়িয়ে চলার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, সেটি গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। সংখ্যা নেই বলে রাজ্যসভাকে উপেক্ষা করাও উচিত নয়।’’

গত বছর কংগ্রেসের বিরোধিতায় সংসদের অনেক অধিবেশন ভেস্তে গিয়েছে। তা নিয়ে বিজেপি প্রচার করেছিল, কংগ্রেস উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কংগ্রেসের দাবি, এ বারে রাত পর্যন্ত সংসদে থেকে বিল পাশে সাহায্য করেছে কংগ্রেস। ফলে এ বারে সে বদনাম করতে পারবে না বিরোধীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sonia gandhi narendra modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE