Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফোন বিতর্কে ক্ষমা চাইলেন ফারুক আবদুল্লা

মঞ্চে তখন জাতীয় সঙ্গীত চলছে। উপস্থিত সকলেই দাঁড়িয়ে। হঠাৎই ক্যামেরার নজর ঘোরে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার দিকে। দেখা যায়, জাতীয় সঙ্গীত চলাকালীনই ফোনে কথা বলছেন তিনি। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় এই ঘটনা নিয়ে সারা দেশেই নিন্দার ঝড় উঠেছিল। শেষমেশ বিষয়টি নিয়ে টুইটারে ক্ষমা চাইলেন ফারুক। যদিও তাঁর সাফাই, জাতীয় সঙ্গীত চলার সময় তো তিনি দাঁড়িয়েই ছিলেন।’’

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০৩:১৩
Share: Save:

মঞ্চে তখন জাতীয় সঙ্গীত চলছে। উপস্থিত সকলেই দাঁড়িয়ে। হঠাৎই ক্যামেরার নজর ঘোরে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার দিকে। দেখা যায়, জাতীয় সঙ্গীত চলাকালীনই ফোনে কথা বলছেন তিনি। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় এই ঘটনা নিয়ে সারা দেশেই নিন্দার ঝড় উঠেছিল। শেষমেশ বিষয়টি নিয়ে টুইটারে ক্ষমা চাইলেন ফারুক। যদিও তাঁর সাফাই, জাতীয় সঙ্গীত চলার সময় তো তিনি দাঁড়িয়েই ছিলেন।’’

ফোনে কথা বলা নিয়ে অবশ্য একটি শব্দও উচ্চারণ করেননি ফারুক। শনিবার টুইটারে তিনি লিখেছেন, ‘‘জাতীয় সঙ্গীতের জন্য আমি দাঁড়িয়েছিলাম। কিন্তু কেউ যদি এতে ক্ষুণ্ণ হয়ে থাকেন, আমি দুঃখিত।’’

ফারুকের ক্ষমা চাওয়ার পরেও অবশ্য থামানো যায়নি বিজেপিকে। আজ দলের নেত্রী সাইনা এনসি আরও এক দফা আক্রমণ শানিয়েছেন ফারুকের বিরুদ্ধে। খোঁচা দিয়ে ফারুকের উদ্দেশে সাইনা বলেছেন, ‘‘বোঝাই যাচ্ছে জাতীয় সঙ্গীতে মনোনিবেশ না করে ফোনে কথা বলাকেই বেশি গুরুত্ব দেন উনি। আমার তো মনে হয় উনি তখন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথা বলছিলেন। ওদের জাতীয় সঙ্গীত কী হবে, সে নিয়েই বোধহয় আলোচনা চলছিল। জন গণ মন-কে অশ্রদ্ধা করা মানে তো নিজের দেশকেই অশ্রদ্ধা করা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE