Advertisement
০২ মে ২০২৪
J&K News

পাকিস্তানের সঙ্গে সংযোগ, কাশ্মীরের জেল থেকে উদ্ধার প্রচুর স্মার্টফোন!

এ পারের জেলে বসেই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, এমনটাই সন্দেহ! তার পরেই তল্লাশি অভিযান চালিয়ে জম্মু-কাশ্মীরের বারামুলার একটি উপ-সংশোধনাগার থেকে ১৪টি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ৷

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ১১:০০
Share: Save:

এ পারের জেলে বসেই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, এমনটাই সন্দেহ! তার পরেই তল্লাশি অভিযান চালিয়ে জম্মু-কাশ্মীরের বারামুলার একটি উপ-সংশোধনাগার থেকে ১৪টি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ৷ যেগুলির মধ্যে কিছু স্মার্টফোনও রয়েছে।ওই স্মার্টফোনগুলি থেকে হোয়াট্‌সঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে কয়েদিরা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: টেররিজম না ট্যুরিজম, পথ বাছো কাশ্মীর: প্রধানমন্ত্রী

জানা গিয়েছে, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার মামলায় জড়িত বেশ কয়েক জন কারাবন্দি এবং বিছিন্নতাবাদীর কাছ থেকে ওই ফোনগুলি উদ্ধার করা হয়েছে৷ দিন তিনেক আগেই ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে কাশ্মীরে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান৷

বারামুলার পুলিশ সুপার ইমতিয়াজ হুসেন বলেন, ‘‘জেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছিলেন, তাঁদের সন্দেহ যে জেলের ভিতরে কয়েকজন মোবাইল ফোন ব্যবহার করছে৷ এর পর জেল ও পুলিশ আধিকারিকরা যৌথ ভাবে তল্লাশি চালায় এবং মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়৷ ফোন থেকে পাকিস্তানের কয়েকটি নম্বর পাওয়া গিয়েছে যার সঙ্গে হোয়াট্‌সঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছিল৷’’

পুলিশ সুপার আরও জানিয়েছেন, উদ্ধার হওয়া ফোনগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ ঠিক কী কারণে মোবাইলগুলি ব্যবহার করা হত বা পাকিস্তানের সঙ্গে কী জন্য যোগাযোগ রাখা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে৷ মোট ১০-১২ জন বন্দির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ পাশাপাশি জেলের ভিতরে কী ভাবে মোবাইল ফোনগুলি এল তারও তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE