Advertisement
E-Paper

মাত্র ৫ টাকায় ভরপেট খাবার দিতে চালু হল ক্যান্টিন

বুধবার কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর উপস্থিতিতে উদ্বোধন হল এই ক্যান্টিন পরিষেবার। এই ক্যান্টিনগুলিতে নামমাত্র দামে মিলবে স্বাস্থ্য সম্মত, পরিচ্ছন্ন খাবার। যার ফলে উপকৃত হবেন গরিব সাধারণ মানুষ৷

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৭ ১৯:০১
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

টাকার অভাবে আর কাউকে না খেয়ে দিন কাটাতে হবে না। কারণ, রাজ্য জুড়ে প্রায় ১০১টি ক্যান্টিন চালু হল কর্নাটকে যেখানে মাত্র পাঁচ টাকায় মিলবে সকালের খাবার আর নৈশভোজ মিলবে ১০টাকায়। সৌজন্যে রাজ্যের সিদ্দারামাইয়া সরকার। ক্যান্টিনগুলির নাম ইন্দিরা ক্যান্টিন।

বুধবার কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর উপস্থিতিতে উদ্বোধন হল এই ক্যান্টিন পরিষেবার। বছরের শুরুতেই এমন সুলভ ১৯৮টি ক্যান্টিন চালু করার কথা ঘোষণা করেছিল কর্নাটক সরকার। যা ১৫ অগস্টের মধ্যে উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে পরিকাঠামোগত কিছু সমস্যার কারণে এর মধ্যে ১০১টি ক্যান্টিনে এ দিন থেকে পরিষেবা চালু করা সম্ভব হল। মহাত্মা গাঁধীর ১৫০তম জন্মশতবর্ষে বাকিগুলি চালু করার ভাবা হচ্ছে।

আরও পড়ুন:
১১ ঘণ্টার চেষ্টা সফল, ১৫ ফুট কুয়ো থেকে উদ্ধার দু’বছরের শিশু

প্রমোদের ক্যান্টিন উঠিয়ে ফুড কোর্ট! পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে প্রাক্তনীরা


এমনই ১০১টি ক্যান্টিন চালু হল কর্নাটকে।

২০১৭-১৮অর্থবর্ষে ১০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয় এই ক্যান্টিনগুলির জন্য। উদ্বোধনের রাতে সকলকে বিনামূল্যে খাবার বিতরণ করা হবে এই ক্যান্টিনগুলি থেকে। বৃহস্পতিবার সকাল থেকে নির্ধারিত মূল্যে এখান থেকে খাবার পাওয়া যাবে। কর্ণাটক সরকারের দাবি, এই ক্যান্টিনগুলিতে নামমাত্র দামে মিলবে স্বাস্থ্য সম্মত, পরিচ্ছন্ন খাবার। যার ফলে উপকৃত হবেন গরিব সাধারণ মানুষ৷ এর পাশাপাশি একটি অ্যাপও চালু করছে কর্ণাটক সরকার৷ যার মাধ্যমে ক্যান্টিন সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে।

Indira Canteens Karnataka Bengaluru Rahul Gandhi Siddaramaiah রাহুল গাঁধী ইন্দিরা ক্যান্টিন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy