Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অক্সিজেন নয়, অপারেশনের সময় দেওয়া হল নাইট্রাস অক্সাইড, মৃত্যু বালকের

অপারেশন টেবিলে অক্সিজেনের বদলে নাইট্রাস অক্সাইডের নল ঢুকিয়ে দেওয়া হল নাকে। হাসপাতালের এই চরম গাফিলতিতে মৃত্যু হয়েছে আট বছরের এক বালকের। গতকাল ঘটনাটি ঘটেছে ইনদওরের মহারাজা যশোবন্ত হাসপাতালে।

শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ১৮:০৮
Share: Save:

অপারেশন টেবিলে অক্সিজেনের বদলে নাইট্রাস অক্সাইডের নল ঢুকিয়ে দেওয়া হল নাকে। হাসপাতালের এই চরম গাফিলতিতে মৃত্যু হয়েছে আট বছরের এক বালকের। গতকাল ঘটনাটি ঘটেছে ইনদওরের মহারাজা যশোবন্ত হাসপাতালে।

জানা গিয়েছে, আয়ুষ নামের এই ছেলেটিকে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার অপারেশন টেবিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরই অপারেশন থিয়েটার সিল করে দিয়েছে পুলিশ। এফআইআরও দায়ের করা হয়েছে।

সুমিত শুক্ল নামে ওই হাসপাতালের এক সার্জেন জানিয়েছেন, অপারেশন থিয়েটারে দু’টি আলাদা রঙের গ্যাস পাইপ আছে। এর মধ্যে একটি পাইপ দিয়ে রোগীকে অক্সিজেন দেওয়া হয়। অপর পাইপটি দিয়ে নাইট্রাস অক্সাইড দেওয়া হয়। অপারেশনের সময় কোনও ভাবে পাইপের রং গুলিয়ে গিয়ে নাইট্রাস অক্সাইড-এর পাইপ আয়ুষকে দেওয়া হয়েছিল। গোটা ঘটনায় যে কনট্রাক্টর গ্যাসের পাইপ বসানোর বরাত পেয়েছিলেন তাঁর দিকে অভিযোগের আঙুল তুলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও ওই কনট্রাক্টর রাজেন্দ্র চৌধুরির দাবি, ‘‘আমার কাজ শুধু পাইপ ইনস্টল করা। অপারেশন থিয়েটারে ওটা সঠিক ভাবে ব্যবহার করা আমার দায়িত্ব নয়।’’

প্রসঙ্গত, একই হাসপাতালে একই ধরনের আরও একটি ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এতে ১৮ মাসের এক শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাকেও নাইট্রাস অক্সাইড দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

oxygen hospital baby
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE