Advertisement
E-Paper

হাতে ১৫ দিন, জিএসটি নিয়ে কংগ্রেসের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্র

পণ্য ও পরিষেবা কর বিল নিয়ে কংগ্রেসের উপর আরও চাপ বাড়াতে সংসদের অধিবেশনের ফাঁকেই ফের রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সুর নরম করলেও পণ্য ও পরিষেবা বিল (জিএসটি) নিয়ে এখনও পর্যন্ত সমর্থনের কথা সরাসরি ঘোষণা করেনি কংগ্রেস। সংসদীয় দলের বৈঠকেও এই নিয়ে নীরব থেকেছেন সনিয়া গাঁধী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ১৮:২৪
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

পণ্য ও পরিষেবা কর বিল নিয়ে কংগ্রেসের উপর আরও চাপ বাড়াতে সংসদের অধিবেশনের ফাঁকেই ফের রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সুর নরম করলেও পণ্য ও পরিষেবা বিল (জিএসটি) নিয়ে এখনও পর্যন্ত সমর্থনের কথা সরাসরি ঘোষণা করেনি কংগ্রেস। সংসদীয় দলের বৈঠকেও এই নিয়ে নীরব থেকেছেন সনিয়া গাঁধী। বিজেপি নেতাদের দাবি, আসলে জিএসটি সমর্থন করা নিয়ে কংগ্রেসের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে। তাই জিএসটি নিয়ে চাপ বাড়াতে এখন বণিকসভাকেও কাজে লাগাচ্ছে সরকার। বণিকসভার প্রতিনিধিরা ইতিমধ্যেই রাহুল গাঁধী ও পি চিদম্বরমরে সঙ্গে বৈঠক করেছেন। কংগ্রেস নেতাদের সঙ্গেও আলাদা করে বৈঠক করছেন জেটলি। এ বার রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গেও তিনি বৈঠক করতে চলেছেন মঙ্গলবার।

গত মাসেই কলকাতায় রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গড়া এমপাওয়ার্ড কমিটির বৈঠকে জিএসটির হার সংবিধান সংশোধনী বিলেই বেঁধে দেওয়ার ব্যাপারে কংগ্রেসের দাবি খারিজ করে দেওয়া হয়েছিল। এর পর আরও দুটি বিষয় নিয়ে এই কমিটিতে আলোচনা হওয়া বাকি। এক, করের হার কত হলে রাজ্যের রাজস্ব ক্ষতি হবে না তার হিসেব কষা। আর দুই, দ্বন্দ্ব এড়িয়ে কর বসানোর উপর কেন্দ্র ও রাজ্যের অধিকার বেঁধে দেওয়া। ব্যবসার পরিমাণ বার্ষিক দেড় কোটি টাকা পর্যন্ত হলে রাজ্যের নিয়ন্ত্রণ, ও তার উপরে হলে কেন্দ্রের- এই বিষয়টিও চূড়ান্ত হওয়া বাকি। কিন্তু এই দুটি বিষয় সরাসরি সংসদের বিলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নয়। সংবিধান সংশোধনী বিল পাশ হলে জিএসটি সংক্রান্ত আরও যে বিলগুলি আনতে হবে, এটি তারই এক্তিয়ারভুক্ত। কিন্তু রাজ্যের অর্থমন্ত্রীদের বৈঠকে সমঝোতায় গিয়ে কংগ্রেসের উপর আরও একটু চাপ বাড়ানোই সরকারের লক্ষ্য।

সংসদীয় প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নকভি বলেন, কাল থেকে ফের শুরু হওয়া সংসদের অধিবেশনেই জিএসটি বিলটি রাজ্যসভায় আনা হতে পারে। সংসদেরর চলতি অধিবেশনে হাতে গুনে আর ১৫ দিন সময় রয়েছে। ফলে এর মধ্যেই এটি পাস করাতে হবে। সংখ্যার বিচারে রাজ্যসভাতে জিএসটি বিলের পক্ষেই রয়েছে সিংহভাগ দল। সে ক্ষেত্রে কংগ্রেসকে বাদ দিয়েই বিল পাশ সম্ভব। কিন্তু যেহেতু এটি সংবিধান সংশোধনী বিল, তাই সংসদে হল্লা হলে ভোটাভুটি সম্ভব নয়। তাই সরকারও ঐক্যমত রচনা করে এগোতে চাইছে। একবার কংগ্রেসের সায় পেলে সর্বদল বৈঠক ডেকে বিলটি রাজ্যসভায় নিয়ে আসবে সরকার।

আরও পড়ুন- কাশ্মীর দখল স্বপ্নই থাকবে, নওয়াজের জবাবে সুষমা

Parliament GST States Arun Jaitley
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy