Advertisement
০৪ জুন ২০২৪

অমিতের কৌশলেই কংগ্রেস ছাড়লেন বাঘেলা

সামনেই ভোট গুজরাতে। সে দিকে তাকিয়ে জনসঙ্ঘ ও বিজেপির পুরনো এই নেতাকে নিয়ে ‘গোপন’ চিত্রনাট্য রচনা করেছিলেন মোদীর সেনাপতি অমিত শাহ।

রাজস্থানের জয়পুরে বিজেপি সভাপতি অমিত শাহ। শুক্রবার। ছবি: পিটিআই।

রাজস্থানের জয়পুরে বিজেপি সভাপতি অমিত শাহ। শুক্রবার। ছবি: পিটিআই।

দিগন্ত বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ০৩:৫৯
Share: Save:

জন্মদিনে কংগ্রেস ছাড়লেন মোদী-রাজ্য গুজরাতের নেতা শঙ্করসিন বাঘেলা। আর সেই সঙ্গেই সনিয়া ও রাহুল গাঁধীকে বেগ দিতে অমিত শাহের পাঁচ দফা কৌশলের তিনটি পূর্ণ হল।

কী সেই পাঁচ দফা কৌশল?

সামনেই ভোট গুজরাতে। সে দিকে তাকিয়ে জনসঙ্ঘ ও বিজেপির পুরনো এই নেতাকে নিয়ে ‘গোপন’ চিত্রনাট্য রচনা করেছিলেন মোদীর সেনাপতি অমিত শাহ। শঙ্করসিনকে নিয়ে শাহের কৌশল হল— এক, কংগ্রেসে থেকেও তিনি প্রদেশ সভাপতি ভরত সোলাঙ্কির ইস্তফার দাবি তুলে যাবেন। দুই, রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোট করে কংগ্রেসের বেগ বাড়াবেন। তিন, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ না দিয়ে বিক্ষুব্ধ রাজনীতি কিছু দিন জারি রাখবেন। চার, রাজ্যসভা ভোটে সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিব অহমেদ পটেলকে হারিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর পাঁচ, বিধানসভা ভোটের মুখে কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে এনে রাহুল গাঁধীর দলকে দুর্বল করবেন।

আজ কংগ্রেস ছাড়া নিয়ে বাঘেলার ঘোষণার সঙ্গেই তিন দফা কৌশল পালন হল বলেই মনে করছে কংগ্রেস। যদিও বিজেপি সূত্রের মতে, রাষ্ট্রপতি নির্বাচনে ১৮ জন কংগ্রেস বিধায়কের ক্রস ভোটের আশ্বাস দিয়েছিলেন বাঘেলা। কিন্তু হয়েছে মাত্র ১১ জনের। তাতে খুশি নন অমিত শাহ। রাষ্ট্রপতি ভোটের এক দিন আগে ‘গোপনে’ দিল্লিও ঘুরে গিয়েছেন বাঘেলা। অথচ সনিয়া-রাহুলের সঙ্গে দেখা করেননি। বিজেপির সুব্রহ্মণ্যম স্বামীর আহ্বান, জনসঙ্ঘের সময় থেকে তাঁর বন্ধু বাঘেলার এ বার ‘ঘর বাপসি’ হোক।

কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বিজেপির সঙ্গে মিলে বাঘেলার এই কৌশল জানা ছিল বলেই তাঁর দাবি মেনে প্রদেশ কংগ্রেস সভাপতিকে সরানো হয়নি। কিন্তু এখন বাঘেলার সঙ্গে বিধায়করা যাতে দল ছেড়ে না যান, সেটি সুনিশ্চিত করতে চায় কংগ্রেস। অহমেদ পটেলকে গুজরাত থেকে হারিয়ে আসলে মোদী-শাহ গাঁধী পরিবারকে আঘাত করতে চাইছেন। সেটিও রুখতে চাইছেন সনিয়া। কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘বাঘেলা আজ বলছেন, তাঁকে নাকি গত কালই কংগ্রেস থেকে তাড়ানো হয়েছে। এটা পুরোপুরি ভুল। নিজের দল-বিরোধী গতিবিধির দায় কংগ্রেসের উপরে চাপাতে চাইছেন তিনি। তাঁর মনে রাখা উচিত— দল বড়, ব্যক্তি নয়।’’

বিজেপির এক নেতা অবশ্য ঘরোয়া ভাবে বলেন, বাঘেলার বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। ফলে তাঁকে কাবু করার পথ জানেন দলের নেতারা। ৭৮ বছরের এই নেতা নিজের থেকেও এখন তাঁর ছেলের রাজনৈতিক ভবিষ্যত সুরক্ষিত করতে চান। সেটি বিজেপি বিবেচনা করে দেখবে বাকি দুই দফা কৌশল রূপায়ণ হলে। অহমেদ পটেলকে রাজ্যসভায় হারানো আর গুজরাতে কংগ্রেস ভাঙানো।

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: কার দখলে ‘দিল্লিবাড়ি’?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE