Advertisement
১০ মে ২০২৪

কংগ্রেসকে তোপ হিমন্তর

রাজ্য ও বরাকের অনুন্নয়নের জন্য কংগ্রেসের পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিষোদ্গার করলেন বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০৩:৪৩
Share: Save:

রাজ্য ও বরাকের অনুন্নয়নের জন্য কংগ্রেসের পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিষোদ্গার করলেন বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা।

অসমের নির্বাচনকে ঘিরে কংগ্রেস-বিজেপির তরজা জমে উঠেছে। করিমগঞ্জের এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে নিশানা করেন প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী তথা বর্তমানে রাজ্য বিজেপির অন্যতম কান্ডারী হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘‘কংগ্রেস জনগণের দল নয়, এটা হচ্ছে পরিবারকেন্দ্রীক দল। দিল্লিতে সোনিয়া-রাহুল, অসমে তরুণ গগৈ-গৌরব গগৈ, গৌতম রায়-রাহুল রায়রাই কংগ্রেস চালাচ্ছেন।’’ তাঁর অভিযোগ, কংগ্রেস নেতা রিপুন বরার স্ত্রী মণিকা বরা কংগ্রেসের বিধায়ক। তাই রিপুনকেও রাজ্যসভায় পাঠানো হচ্ছে। রানি নরহের স্বামী ভরত নরহ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। এবার রানি তাই রাজ্যসভায় যাচ্ছেন। হিমন্তর কথায়, ‘‘কংগ্রেস পনেরো বছরের বিশ্বাস, পনেরো বছরের বিকাশের স্লোগান লাগাচ্ছে রাজ্য জুড়ে। সেই স্লোগান যদি সত্য হয়, তবে বরাকের রাস্তাঘাটের এত দুর্দশা কেন? বরাকের সিংহভাগ বিধায়ক শাসকদলের সদস্য। তাঁরা নিজের আত্মীয়দের দিয়ে রাস্তাঘাট বানিয়েছেন। ফাঁকি দিয়ে বানানোর ফলেই রাস্তাঘাটগুলোর অবস্থা এত জরাজীর্ণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress assam bjp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE