Advertisement
১১ মে ২০২৪

চন্দুর দাবি

পাকিস্তান দাবি করেছিল, পথ ভুলে সীমান্ত পেরিয়ে চলে আসা ভারতীয় জওয়ান চন্দু বাবুলাল চহ্বণকে ভাল করে খাইয়ে-দাইয়ে ভারতে ফিরিয়ে দিয়েছে তারা। কিন্তু আজ মুখ খুলে চন্দু জানালেন, বন্দি থাকার সময়ে তাঁর উপরে এমন অত্যাচার চালানো হয়েছিল যে তিনি এক সময়ে নিজের মৃত্যুকামনা করতেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০৩:২৫
Share: Save:

পাকিস্তান দাবি করেছিল, পথ ভুলে সীমান্ত পেরিয়ে চলে আসা ভারতীয় জওয়ান চন্দু বাবুলাল চহ্বণকে ভাল করে খাইয়ে-দাইয়ে ভারতে ফিরিয়ে দিয়েছে তারা। কিন্তু আজ মুখ খুলে চন্দু জানালেন, বন্দি থাকার সময়ে তাঁর উপরে এমন অত্যাচার চালানো হয়েছিল যে তিনি এক সময়ে নিজের মৃত্যুকামনা করতেন।

সার্জিক্যাল স্ট্রাইকের রাতেই সীমান্ত পেরিয়ে ভুল করে পড়েছিলেন চন্দু। প্রায় সাড়ে তিন মাস পরে তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। ইসলামাবাদ দাবি করে, সেনা অফিসারদের অত্যাচার ও ভাল করে খেতে না পাওয়ায় চন্দু পাকিস্তানের উদ্দেশ্যে হাঁটা দিয়েছিল।

কিন্তু আজ চন্দুর দাবি, ‘‘আটক করার পরে নগ্ন করে তল্লাশি করা হয় আমাকে। তার পর অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়। খালি পেটে থাকা ও দফায় দফায় মারধর ছিল নিত্যদিনের ঘটনা। ভগবানের কাছে মৃত্যু কামনা করতাম। জেলের দেওয়ালে মাথা ঠুকলে ওরা ইঞ্জেকশন দিয়ে আমায় ঘুম পাড়িয়ে দিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE