Advertisement
১৯ মে ২০২৪
National News

টরন্টো থেকে ফিরেই বেঙ্গালুরুতে নিখোঁজ বাঙালি গবেষক

মাত্রাহাল্লি থানার পুলিশ ইন্সপেক্টর সাদিক পাশা বলেছেন, ‘‘আত্রেয়ী একাই ছিলেন। হোটেলে। তাঁর সঙ্গে আর কেউ ওই হোটেলে ছিলেন না।’’

আত্রেয়ী মজুমদার।

আত্রেয়ী মজুমদার।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ১৮:৩৯
Share: Save:

গত ৫ দিন ধরে বেঙ্গালুরুতে কোনও খোঁজ মিলছে না অ্যানথ্রোপলজিস্ট আত্রেয়ী মজুমদারের। ফেলোশিপ নিয়ে টরন্টোয় পোস্ট ডক্টরাল করছিলেন আত্রেয়ী। গত ৪ এপ্রিল টরন্টো থেকে বেঙ্গালুরু ফেরার পরপরই নিখোঁজ হয়ে যান আত্রেয়ী।

মাত্রাহাল্লি থানার পুলিশ জানাচ্ছে, বেলান্দুরুর বাসিন্দা আত্রেয়ী যে দিন বেঙ্গালুরুতে ফিরেছিলেন, সেই রাতটা তিনি ছিলেন মাত্রাহাল্লির ‘নোভোটেল’ হোটেলে। পরের দিন (৫ এপ্রিল) আত্রেয়ীকে চেক-আউট করতে দেখা যায় বেলান্দুরুর ‘মারিয়ট’ হোটেল থেকে। তার পর আর আত্রেয়ীর হদিশ মেলেনি।

মাত্রাহাল্লি থানার পুলিশ ইন্সপেক্টর সাদিক পাশা বলেছেন, ‘‘আত্রেয়ী একাই ছিলেন। হোটেলে। তাঁর সঙ্গে আর কেউ ওই হোটেলে ছিলেন না।’’

আত্রেয়ীর বাবা বিপ্লব মজুমদার ও মা পরামতী মজুমদার জানিয়েছেন, আত্রেয়ী টরন্টোয় থাকার সময় তাঁরা গত ৩ এপ্রিল তাঁকে ফোন করেছিলেন। কিন্তু আত্রেয়ী তাঁদের ফোন ধরেননি। এক দিন পর (৪ এপ্রিল) আত্রেয়ী মা, বাবাকে ফোন করে জানান, তিনি টরন্টো থেকে বিমানে দিল্লি এসে পৌঁছেছেন। আত্রেয়ীকে তখন তাঁরা বলেন, বিমানে সোজা বেঙ্গালুরু চলে আসতে। সেই মতো আত্রেয়ী ৪ এপ্রিল বিকেল ৪টা নাগাদ বেঙ্গালুরু পৌঁছন। তাতে স্বস্তি বোধ করেন তাঁর মা, বাবা।

আরও পড়ুন- সবেতেই প্রথম আইআইএস, ফল মন্দ নয় রাজ্যের​

আরও পড়ুন- মশা কামড়াচ্ছে বলায় যাত্রীকে নামানো হল ইন্ডিগোর বিমান থেকে​

বিপ্লববাবুই মেয়ে আত্রেয়ীকে আনতে যান বিমানবন্দরে। গাড়িতে করে মেয়েকে নিয়ে আসেন বাড়িতে। তার পর বাড়িতে তাঁর ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েন আত্রেয়ী। তার পর রাত ৯টা নাগাদ হাতে তাঁর ব্যাগ নিয়ে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যান আত্রেয়ী। তার পর থেকেই আত্রেয়ীর আর কোনও খবরাখবর পাননি তাঁর মা ও বাবা।

আত্রেয়ীর খোঁজ পাওয়ার জন্য তাঁর বাবা, মা ও পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি পোস্ট করেছেন আত্রেয়ীর। পুলিশের তরফে আলাদা ভাবে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সর্বত্র, আত্রেয়ীর খোঁজে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE