Advertisement
২৭ এপ্রিল ২০২৪

পাক নিয়ে মার্কিন কর্তাকে নালিশ ভারতের

পাকিস্তানের মদত পেয়ে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তালিবান। ভারত-পাক সীমান্তেও সন্ত্রাস ছড়াচ্ছে তারা।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ০৪:২১
Share: Save:

পাকিস্তানের মদত পেয়ে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তালিবান। ভারত-পাক সীমান্তেও সন্ত্রাস ছড়াচ্ছে তারা।

ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারের সঙ্গে দীর্ঘ বৈঠকে আজ এই অভিযোগ জানিয়েছে ভারত। আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম দক্ষিণ পশ্চিম এশিয়া তথা আফ-পাক পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন ম্যাকমাস্টার। গত কাল ইসলামাবাদে নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক সেরে নয়াদিল্লি পৌঁছেছেন তিনি। ট্রাম্প সরকারের ভবিষ্যৎ ‘আফ-পাক’ নীতি-র প্রশ্নে আজকের বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাউথ ব্লকের কর্তারা।

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, মার্কিন নিরাপত্তা কর্তাকে বলা হয়েছে, শুধু আফগান সীমান্তেই নয়, পাক সমর্থিত তালিবান ভারত পাক-সীমান্তেও ডানা ছড়িয়েছে। সাউথ ব্লক জানে যে ভৌগোলিক কারণেই পাকিস্তানকে একেবারে অগ্রাহ্য করে আমেরিকার পক্ষে আফগানিস্তানে প্রভাব বিস্তার করা সম্ভব নয়। আমেরিকার সামরিক বাহিনীর সঙ্গে পাক বাহিনীর দীর্ঘদিনের বোঝাপড়া। কিন্তু দিল্লির দিক থেকে পাকিস্তান সম্পর্কে যতটা সম্ভব আক্রমণাত্মক অবস্থানই নেওয়া হয়েছে আজকের বৈঠকে।

আরও পড়ুন: শশীকেই সরিয়ে দিলেন পলানী

একই সঙ্গে চিন ও রাশিয়া যে ভাবে আইএস-এর সঙ্গে লড়াইয়ের জন্য তালিবানের হাত শক্তিশালী করার কথা ভাবছে— সে ব্যাপারে ভারতীয় নেতৃত্বের কাছে ক্ষোভ জানিয়েছেন ম্যাকমাস্টার। কূটনৈতিক সূত্রের মতে, এই মুহূর্তে আফগানিস্তান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমেরিকার প্রয়োজন এই অঞ্চলে একজন স্থায়ী বন্ধু। ভারতের দাবি, সন্ত্রাসের বিরোধিতার প্রশ্নে গোটা অঞ্চলে ভারতের বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি। মার্কিন কর্তাকে সে কথাই বোঝানোর চেষ্টা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hr mcmaster india Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE