Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National

জ্ঞান ফিরেছে, উঠে বসতেও পারছেন জয়া, জানাল হাসপাতাল

জয়ললিতা আগের চেয়ে একটু ভাল আছেন। কৃত্রিম ভাবে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা চালু থাকলেও, তাঁর ‘জ্ঞান ফিরে এসেছে’। এমনকী, হাসপাতালের বিছানায় নাকি কিছু ক্ষণের জন্য উঠেও বসতে পারছেন। হাসপাতাল সূত্রের খবর, জ্ঞান ফেরার পর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যদিও চালু রয়েছে কৃত্রিম ভাবে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থাও। তাঁর ফুসফুস সংক্রমণেরও চিকিৎসা চলছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ১৫:১১
Share: Save:

জয়ললিতা আগের চেয়ে একটু ভাল আছেন। কৃত্রিম ভাবে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা চালু থাকলেও, তাঁর ‘জ্ঞান ফিরে এসেছে’। এমনকী, হাসপাতালের বিছানায় নাকি কিছু ক্ষণের জন্য উঠেও বসতে পারছেন। হাসপাতাল সূত্রের খবর, জ্ঞান ফেরার পর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যদিও চালু রয়েছে কৃত্রিম ভাবে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থাও। তাঁর ফুসফুস সংক্রমণেরও চিকিৎসা চলছে।

গুরুতর অসুস্থ হয়ে পড়ে তিন সপ্তাহ আগে ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। তবে হাসপাতাল সূত্রের খবর, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য এখনও অনেক দিন সময় লাগবে ৬৮ বছর বয়সী জয়ললিতার। আর যত দিন না ট্র্যাকিয়োস্টোমি বা শ্বাস-প্রশ্বাস নেওয়ার টিউব তাঁর শরীর থেকে পুরোপুরি খুলে নেওয়া হচ্ছে, তত দিন ঠিক ভাবে কথাও বলা সম্ভব নয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। জয়ললিতাকে পরীক্ষা করে দেখতে ইতিমধ্যেই লন্ডন থেকে এক চিকিৎসক বেশ কয়েক বার ঘুরে গিয়েছেন চেন্নাই। এ ছাড়াও তিন সদস্যের একটি ‘মেডিক্যাল টিম’ গড়া হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য।

জয়ললিতার দল এআইএডিএমকে’র তরফে বৃহস্পতিবারই জানানো হয়েছিল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ‘পুরোপুরি সুস্থ’ হয়ে উঠেছেন। তিনি শীঘ্রই বাড়িতে ফিরে আসবেন। ও দিকে, মুখ্যমন্ত্রীর হাতে থাকা আটটি গুরুত্বপূর্ণ দফতর গত সপ্তাহেই প্রবীণ মন্ত্রী পানিরসেলভানের হাতে তুলে দিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল। যদিও তামিলনাড়ুর ধর্মস্থানগুলিতে এআইএডিএমকে-র প্রচুর সমর্থক প্রতিদিনই প্রার্থনা করছেন জয়ললিতার আরোগ্য কামনায়।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর ক্ষতি করতে তাঁর সৎ মা তুক-তাক করছেন! অভিযোগ সপা বিধায়কের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE