Advertisement
০৩ মে ২০২৪

ছেলের আশায় ১৫ বছরে ১০ সন্তানের জন্ম দিলেন মা

কন্যা সন্তান বাঁচাতে, তাঁদের অধিকার রক্ষার্থে সরকার যতই বলিষ্ঠ পদক্ষেপ করুক না কেন বাস্তবটা যে সেই নিকষ অন্ধকারে ডুবে রয়েছে তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কর্নাটকের এই পরিবার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১১:৪৯
Share: Save:

কন্যা সন্তান বাঁচাতে, তাঁদের অধিকার রক্ষার্থে সরকার যতই বলিষ্ঠ পদক্ষেপ করুক না কেন বাস্তবটা যে সেই নিকষ অন্ধকারে ডুবে রয়েছে তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কর্নাটকের এই পরিবার।

পুত্র সন্তানের ইচ্ছায় ১৫ বছরের মধ্যে ১০ সন্তানের জন্ম দিলেন কর্নাটকের থুমাকুরু জেলার এক দম্পতি। ২০০২ সালে বিয়ে হয়েছিল কুরিকেনাহালির রিষনা এলাকার রামাকসনা এবং ভাগ্যাম্মার। প্রথম থেকেই পুত্রসন্তানের ইচ্ছা ছিল তাঁদের। ২০০৩ সালে প্রথম সন্তানের জন্ম দেন ভাগ্যাম্মা। কিন্তু মেয়ে হওয়ায় মন থেকে মেনে নিতে পারেননি। পুত্রসন্তানের ইচ্ছায় গত ১৫ বছরে নয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি কোদিগেনাহালির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দশম সন্তানের জন্ম দিয়েছেন ভাগ্যাম্মা। অবশেষে পুত্রসন্তানের জন্ম হওয়ায় খুশি এই দম্পতি।

আরও পড়ুন: গাছ কাটতে বাধা দেওয়ায় যুবতীকে জ্যান্ত পুড়িয়ে মারল গ্রামবাসীরা!

রামাকসনার কথায়, ‘‘আমি এবং আমার স্ত্রী প্রথম থেকেই চেয়েছিলাম আমাদের ছেলে হোক। তাই ন’বার মেয়ে হলেও আমরা ভেঙে পড়িনি। অবশেষে ইশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন।’’

পুত্রসন্তানের জন্য রামাকসনা আর ভাগ্যাম্মার এই ধরনের অদ্ভুত আচরণে অসন্তুষ্ট প্রতিবেশীরাও। ‘‘আমরা বারবা র বারণ করেছিলাম। কিন্তু ওঁরা শোনেননি’’— বললেন ভাগ্যাম্মার এক প্রতিবেশী রনগাম্মা।a

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karnataka Son Male Child Girl Child
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE