Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কুলভূষণকে নিয়ে আবেদন আদালতে

কুলভূষণ যাদবকে মুক্ত করার জন্য আন্তর্জাতিক আদালতে পৌঁছতে হবে ভারত সরকারকে। মোদী সরকারকে এ জন্য নির্দেশ দেওয়ার আর্জি নিয়ে জনস্বার্থ আবেদন দায়ের হল দিল্লি হাইকোর্টে। আগামিকাল এই মামলার শুনানি।

কুলভূষণ যাদব

কুলভূষণ যাদব

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ০৩:৪৯
Share: Save:

কুলভূষণ যাদবকে মুক্ত করার জন্য আন্তর্জাতিক আদালতে পৌঁছতে হবে ভারত সরকারকে। মোদী সরকারকে এ জন্য নির্দেশ দেওয়ার আর্জি নিয়ে জনস্বার্থ আবেদন দায়ের হল দিল্লি হাইকোর্টে। আগামিকাল এই মামলার শুনানি।

ভারতের চর সন্দেহে কুলভূষণকে ফাঁসির সাজা শুনিয়েছে পাকিস্তানের সেনা আদালত। তাঁর সঙ্গে দেখা করার সুযোগ মেলেনি ভারত সরকারের প্রতিনিধির। এই পরিস্থিতিতে রাহুল শর্মা নামে জনৈক আবেদনকারী দিল্লি হাইকোর্টে আর্জি জানিয়ে বলেন, হাইকোর্ট দেশের স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রককে নির্দেশ দিক তারা যেন কুলভূষণকে নিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়। কুলভূষণকে অবৈধ ভাবে পাকিস্তানে বন্দি করে রাখা হয়েছে, তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছে না ভারত সরকার— এই বিষয়টি যেন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের সামনে আনা হয়। আবেদনকারীর অভিযোগ, পাকিস্তানের সেনাবাহিনী কুলভূষণকে সঠিক বিচারের সুযোগ দিতে ব্যর্থ হয়েছে। কুলভূষণকে নিয়ে ভারত-পাকিস্তানের সম্পর্কের টানাপড়েনের মধ্যে আগামিকাল দিল্লি হাইকোর্ট কী নির্দেশ দেয়— সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

international court of justice Kulbhushan Jadhav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE