Advertisement
২৬ এপ্রিল ২০২৪

‘উড়িয়ে দেব’, সুশীলকে হুমকি লালুপ্রসাদের

বেজায় চটেছেন লালুপ্রসাদ। বিজেপি নেতা সুশীল মোদীকে ‘বোর্ফস কামানের গোলায়’ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। কাল দিনভর বন্ধ ছিল ১০ নম্বর সার্কুলার রোডের প্রধান ফটক।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:০৫
Share: Save:

বেজায় চটেছেন লালুপ্রসাদ। বিজেপি নেতা সুশীল মোদীকে ‘বোর্ফস কামানের গোলায়’ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। কাল দিনভর বন্ধ ছিল ১০ নম্বর সার্কুলার রোডের প্রধান ফটক। গভীর রাতে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে স্থানীয় এক সংবাদ মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দেন লালু। তিনি বলেন, ‘‘রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী থাকার সময়েই সুশীল মোদীর ভাই আর কে মোদী হাওলার সঙ্গে যুক্ত ছিলেন এবং অবৈধ ব্যবসা করতেন।’’

আরও পড়ুন: টিলার মাথায় নেটওয়ার্ক, রেশন তুলতে হয়রান গ্রাম

তবে সুশীল মোদীর বিরুদ্ধে লালুর হয়ে মাঠে নেমেছেন নীতীশ-ঘনিষ্ঠ প্রাক্তন সাংসদ শিবানন্দ তিওয়ারি। তিনি এ দিন বলেন, ‘‘সুশীল মোদীর কাজ সব সময়েই অভিযোগ করা। ছোট মনের পরিচয় দিচ্ছেন তিনি। টাকা নিয়ে মন্ত্রী, বিধায়ক, সাংসদ করার অভিযোগ তোলার আগে সুশীলের ভাবা দরকার, রাজ্যসভা সাংসদ করার আগে তাঁর দল কী কী গুণ দেখে।’’ সুশীল মোদী অবশ্য শিবানন্দকে আক্রমণ না করে বলেন, ‘‘২০০৮ সালে শিবানন্দ তিওয়ারিও লালুর বিরুদ্ধে একই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন।’’ তাঁর কথায়, ‘‘লালুপ্রসাদ ৫০ বছরে যে পরিমাণ দুর্নীতি করেছেন, তাঁর দুই ছেলে ২৬ বছরেই তা পার করেছে।’’ তাঁর ভাইকে নিয়ে তোলা অভিযোগের প্রেক্ষিতে সুশীল বলেন, ‘‘আমার সঙ্গে কারও সম্পর্ক নেই। কোনও কোম্পানিতে আমার এক শতাংশ শেয়ারও নেই। ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sushil Kumar Modi Lalu Prasad Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE