Advertisement
০৫ মে ২০২৪
National News

মিছিল করে রাষ্ট্রপতি ভবনে মমতা-ওমর-শিবসেনা-আপ

শিবসেনা এবং আম আদমি পার্টিকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গেলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ওমর আবদুল্লাও। নোট সঙ্কটের জেরে দেশে যে পরিস্থিতি, তা কাটাতে অবিলম্বে হস্তক্ষেপ করুন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল এগোচ্ছে রাষ্ট্রপতি ভবনের দিকে। ছবি: পিটিআই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল এগোচ্ছে রাষ্ট্রপতি ভবনের দিকে। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ১৫:১৪
Share: Save:

শিবসেনা এবং আম আদমি পার্টিকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গেলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ওমর আবদুল্লাও। নোট সঙ্কটের জেরে দেশে যে পরিস্থিতি, তা কাটাতে অবিলম্বে হস্তক্ষেপ করুন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পাঁচ পাতার স্মারকলিপি জমা দিয়ে রাষ্ট্রপতির কাছে এই আর্জিই পেশ করলেন মমতা-ওমর। দেশের অবস্থা এখন ঠিক কী রকম, তা প্রণব মুখোপাধ্যায়ের চেয়ে ভাল কেউ জানেন না, রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়েই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

রাষ্ট্রপতির কাছে পরিস্থিতির ব্যাখ্যা দিচ্ছেন ওমর আবদুল্লা। ছবি: পিটিআই।

১৬ অথবা ১৭ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর ডাক আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস, বাম, জেডিইউ, আরজেডি সহ বিভিন্ন বিরোধী দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার প্রস্তাবে রাজি থাকলেও, এত তাড়াতাড়ি এই পদক্ষেপে তাদের আপত্তি ছিল। সংসদে সরকার পক্ষের অবস্থান স্পষ্ট হওয়ার পর রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া যাবে, এমনই মত ছিল অধিকাংশ বিরোধী দলের। মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ বা ১৭ নভেম্বর রাষ্ট্রপতি ভবন যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। কংগ্রেস, বাম এবং অন্যান্য দলকে বাদ দিয়েই তাই এ দিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান তিনি। তবে বিজেপি তথা এনডিএ-কে বড় ধাক্কা দিয়ে বিজেপির সবচেয়ে পুরনো শরিক শিবসেনাকে এ দিন পাশে পেয়েছেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লির রাজপথে এ দিন মিছিলে সামিল হয়েছে উদ্ধব ঠাকরের দল। শুধু শিবসেনাই নয়, জম্মু-কাশ্মীরের প্রধান বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স এবং দিল্লির শাসক দল আম আদমি পার্টিও (আপ) শেষ পর্যন্ত মমতার মিছিলে যোগ দিয়েছে। ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিজেই হাজির ছিলেন। তবে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে এ দিনের মিছিলে দেখা যায়নি। তাঁর প্রতিনিধি হিসেবে মমতার সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যান পঞ্জাবের সাঙ্গরুরের আপ সাংসদ ভাগবন্ত মান।

রাষ্ট্রপতির হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে এ দিন পাঁচ পাতার স্মারকলিপি তুলে দিয়েছেন মমতা, ওমররা। নোট সঙ্কটের জেরে দেশে কী পরিস্থিতি, তা তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে। রাষ্ট্রপতির হস্তক্ষেপও দাবি করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা কেউ কালো টাকার পক্ষে নই। কিন্তু কেন্দ্রীয় সরকার যে ভাবে সাধারণ মানুষকে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে, তা মেনে নেওয়া যায় না।’’ তিনি জানান, রাষ্ট্রপতিকে সরকারের সঙ্গে কথা বলার আর্জি জানানো হয়েছে। মমতা বলেন, ‘‘রাষ্ট্রপতি আমাদের কথা মন দিয়ে শুনেছেন। তিনি দীর্ঘ দিন দেশের অর্থমন্ত্রী ছিলেন, তিনি এক জন অভিজ্ঞ রাজনীতিক। তিনি সব জানেন। এই দেশটার পরিস্থিতি রাষ্ট্রপতির চেয়ে ভাল করে আর কেউ জানে না।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যে নরেন্দ্র মোদীর প্রতিই খোঁচা, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের সংশয় নেই। দেশের পরিস্থিতি ঠিক কী রকম, তা প্রণব মুখোপাধ্যায়ের চেয়ে ভাল আর কেউ জানেন না, এ কথা বলে মমতা আসলে মোদীকেই ধাক্কা দিতে চেয়েছেন।

আরও পড়ুন: ‘আজ বলতে হবে কে আপনাকে খুন করতে চাইছে’

নোট বাতিলের পর থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর যথেষ্ট চড়া মমতার। সেই সুর ধরে রেখেই মমতা এ দিন ফের প্রশ্ন তুলেছেন, ‘‘নতুন নোটের জোগানের ব্যবস্থা না করে পুরনো নোট বাতিল করা হল কেন? দেশের মানুষকে নরেন্দ্র মোদী অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছেন।’’ দুধ, ওষুধ ইত্যাদি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস কেনার জন্যও মানুষের হাতে পয়সা নেই বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। নোট বাতিলের পর দেশে অনাহারে মৃত্যুর সংখ্যাও বেড়ে গিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। মমতা বলেন, ‘‘আমরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছি। তাঁকে বলেছি, আপনি সংবিধানের রক্ষাকর্তা। আপনি সরকারের সঙ্গে কথা বলুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE